সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত
<![CDATA[
চার ঘণ্টার ব্যবধানে সিলেটের পরিবহন ধর্মঘট স্থগিত করেছেন শ্রমিকরা। বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের নেতারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর এ ধর্মঘট স্থগিত করা হয়।
সোমবার (২৩ জানুয়ারি) ভোর ৬ টা থেকে ধর্মঘট শুরু হওয়ার পর সকাল সাড়ে ১০টার দিকে তা স্থগিতে ঘোষণা দেন শ্রমিকরা। এরপর শুরু হয় যানবাহন চলাচল।
ধর্মঘট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুল মোহিম।
তিনি বলেন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের নেতারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। প্রশাসনের আশ্বাসের পর নেতাদের নির্দেশে ধর্মঘট স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে চলছে পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে মানুষ
নাশকতা মামলায় গ্রেফতার হওয়া সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন সিলেট জেলা ও বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের মুক্তির দাবিতে এ ধর্মঘটের ডাক দেয়া হয়।
জেলহাজতে থাকা আলী আকবর রাজন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। ২০১৮ সালের একটি নাশকতা মামলায় গত ৭ ডিসেম্বর গ্রেফতার করা হয় তাকে।
]]>




