বিনোদন
সিলেটে বিএনপি নেতা কামাল হত্যায় মামলা দায়ের
<![CDATA[
সিলেটে বিএনপি নেতা আ ফ ম কামাল হত্যার ঘটনার প্রায় ৪৮ ঘণ্টা পর সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানায় মামলা দায়ের হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) রাতে নিহতের বড় ভাই মঈনুল হক বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
মামলার এজাহারে আজিজুর রহমান সম্রাটসহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে।
আরও পড়ুন: বিএনপি নেতা হত্যাকাণ্ডে উত্তাল সিলেট
এর আগে রোববার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর আম্বখানা বড়বাজার এলাকায় দুর্বৃত্তরা সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ ফ ম কামালের গাড়ির গতিরোধ করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় কামালকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
]]>




