সিলেটে বিপিএলের টিকিট নিয়ে চরম বিশৃঙ্খলা
<![CDATA[
ঢাকার ও চট্টগ্রামের পরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা এবার গড়িয়েছে দুটি পাতা একটি কুড়ির দেশে। কিন্তু যথারীতি সিলেটেও টিকিট নিয়ে চরম বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেকেই পাননি কাঙ্ক্ষিত টিকিট। আর যারা পেয়েছেন, স্বস্তি ছিল তাদের চোখেমুখে।
শুক্রবার (২৭ জানুয়ারি) বিপিএলে শুরু হবে সিলেট পর্বের খেলা। দিনের প্রথম খেলায় মাঠে নামবে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। তাই ম্যাচটিকে ঘিরে দর্শকদের আগ্রহও অনেক বেশি। কিন্তু সেই ম্যাচের টিকিট কাটতে এসে অনেকে ফিরেছেন খালি হাতে, ক্ষোভ ঝেড়েছেন হতাশ হয়ে।
আরও পড়ুন: নগদ-এ কেনাকাটায় মিলবে বিপিএলের টিকিট
টিকিট না পেয়ে ক্রিকেট ভক্তরা বলেন, আমরা দুদিন ধরে ঘুরেও টিকিট পাইনি। বাইরে টিকিট দিচ্ছে, কিন্তু লাইনে গেলে আর টিকিট মিলছে না। এখানে আইন-শৃঙ্খলা বাহিনী রয়েছে, তারপরও যেন এ বিষয়ে দেখার কেউ নেই। কিছুসংখ্যক মানুষ টিকিটগুলো নিয়ে ২০০ টাকার টিকিট ৬০০ টাকায় বিক্রি করে। তবে এতকিছু ছাপিয়েও যারা টিকিট পেয়েছেন, তাদের আনন্দের কমতি নেই।
অনেকে প্রিয় দল সিলেটের খেলা দেখতে পারবেন বলে আনন্দ প্রকাশ করে বলেন, দীর্ঘ সময় অপেক্ষা করে টিকিট পেয়েছি। তবে মাশরাফী বিন মোর্ত্তজার খেলা দেখতে পারব ভেবে সব কষ্ট ভুলে গেছি। আমরা আশা করছি সিলেট খুব ভালো করবে।
আরও পড়ুন: সিলেটে মাশরাফীদের রাজসিক অভ্যর্থনা
এ দিকে দর্শকদের এমন তুমুল চাহিদায় বিপিএল কিছুটা হলেও প্রাণ ফিরে পাবে বলে আশা করছেন অনেকে। অনেক আলোচনা-সমালোচনা শেষে মাঠে দর্শকদের আগ্রহ এবং খেলোয়াড়দের পারফরম্যান্সে দিনশেষে সবকিছু ঢাকা পড়ে গেছে।
]]>




