বিনোদন

সিলেটে মোটরসাইকেল থামিয়ে ডাকাতি, যুবক গুলিবিদ্ধ

<![CDATA[

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ডাকাতের গুলিতে সাদ্দাম নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) রাত ৮টায় কোম্পানীগঞ্জের ঢালারপাড় ও গাছঘর গ্রামের মাঝামাঝি এলাকায় মোটরসাইকেল থামিয়ে  ডাকাতির সময় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ সাদ্দাম হোসেন (৩২) উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের খায়েরগাঁও গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। আহত নজির মিয়া (৩৪) একই গ্রামের মৃত মতি মিয়ার ছেলে।

আরও পড়ুন: বরিশালে ডাকাতি চেষ্টাকালে অস্ত্রসহ ৫ জন আটক

গুলিবিদ্ধ সাদ্দাম হোসেনের সহযোগী নজির মিয়া বলেন, ‘উপজেলার রাজনগর বাজার থেকে যাত্রী আনার জন্য মোটরসাইকেলে গাছঘর গ্রামে যাচ্ছিলেন তারা। পথে ঢালারপাড় ও গাছঘর গ্রামের মাঝামাঝি এলাকায় ডাকাত দলের ৫/৬ সদস্য হামলা করে। ডাকাতরা প্রথমে দুই রাউন্ড গুলি করে। এ গুলি সাদ্দাম হোসেনের বুকের বাম পাশে লাগার সঙ্গে সঙ্গেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাদের হামলায় আমিও আহত হই। এলাকাবাসীর সহযোগিতায় সাদ্দাম হোসেনকে সিলেট ওসমানীর হাসপাতালে নেয়া হয়।’

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনার তদন্ত চলছে।’

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!