সিলেট অঞ্চলে বন্যার্তদের আরও সহায়তা দেবে যুক্তরাজ্য
<![CDATA[
সিলেট অঞ্চলে গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তা হিসেবে আরও ৫ লাখ পাউন্ড (৬০.৬ মিলিয়ন টাকা) দেয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। ব্র্যাক এই অর্থ সহায়তা নিয়ে সুনামগঞ্জ ও সিলেটের ক্ষতিগ্রস্তদের জন্য পানি, আশ্রয়, জীবিকার সুযোগ এবং উন্নত পুষ্টির ব্যবস্থা করবে।
বাংলাদেশে যুক্তরাজ্যের ডেভেলপমেন্ট ডিরেক্টর ম্যাট ক্যানেল বলেন, সিলেট অঞ্চলে গত বছর ভয়াবহ বন্যায় প্রমাণ হয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ।
তিনি আরও বলেন, যুক্তরাজ্যের এই নতুন সহায়তা প্রায় এক হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নিরাপদ পানি ও আশ্রয় এবং ৫ হাজারের বেশি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জীবিকা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে।
আরও পড়ুন: চীন-যুক্তরাষ্ট্রের ‘সুনজরে’ বাংলাদেশ
ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেছেন, বাংলাদেশের উত্তর-পূর্ব অঞ্চলে গত দুই দশকের মধ্যে সবচেয়ে প্রবল বন্যায় ২০২২ সালের জুন মাসে ৭ লাখ ২০ হাজারের বেশি লোক দুর্গতির মুখে পড়ে। তাৎক্ষণিক প্রয়োজন মেটানোর জন্য জরুরি সাড়া দিয়ে উল্লেখযোগ্য প্রচেষ্টা গ্রহণ করা হয়। কিন্তু মানুষের দুর্গতি কাটিয়ে ওঠা এবং তাদের জীবনযাত্রা স্বাভাবিক করতে সহায়তা করার জন্য মানবিক সহায়তা খুব প্রয়োজন।
]]>