সুনামগঞ্জে ঘুমন্ত মেয়েকে হত্যা, আটক মা
<![CDATA[
সুনামগঞ্জ শহরে ঘুমন্ত অবস্থায় প্রতিবন্ধী মেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের মাকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ জানুয়ারি) সকাল ৮টায় শহরের হাজীপাড়া আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফারজানা (২২) হাজীপাড়া এলাকায় ছোট একটি বস্তিঘরে মা আছিয়া বেগমের (৫৫) সঙ্গে থাকতেন।
এলাকাবাসী জানান, আছিয়া বেগম মানুষের বাসাবাড়িতে ঝিয়ের কাজ করে ও মেয়ের প্রতিবন্ধী ভাতা দিয়ে সংসার চালাতেন। দুই বছর আগে করোনায় আছিয়া বেগমের স্বামী আজিজুল মারা যাওয়ার পর তিনি অসহায় হয়ে পড়েন।
আরও পড়ুন: মানিকগঞ্জে স্ত্রী ও দুই মেয়েকে গলাকেটে হত্যা, বাবা আটক
বুধবার (১৮ জানুয়ারি) সকাল ৮টায় ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশীরা ডাকাডাকি করেন। এ সময় আছিয়া বেগম ঘরের দরজা খুলে দেন। এরপর প্রতিবেশীরা খাটে শোয়ানো অবস্থায় ফারজানার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ নিহত ফারজানার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় তার মাকেও আটক করা হয়। হত্যার পর মা ও মেয়ে রাতভর এক ঘরেই ছিলেন।
সুনামগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর গোলাম সাবেরীন সাবু বলেন, মা মেয়েকে নিয়ে দীর্ঘদিন ধরে একঘরে বসবাস করে আসছিলেন। হঠাৎ করে কেন এমন ঘটনা ঘটল বুঝতে পারছি না। তবে ওই নারীর স্বামী মারা যাওয়ার পর তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন।
আরও পড়ুন: গৃহবধূকে গলাকেটে হত্যা, স্বামী পলাতক
জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহশান শাহ জানান, বুধবার সকালে ঘটনাটি ঘটে। মা মেয়েকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করেন। প্রাথমিকভাবে জানা যায়, ২২ বছরের ওই তরুণী দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী। করোনায় মেয়েটির বাবা মারা যায়। হয়তো প্রতিবন্ধী মেয়েকে নিয়ে দীর্ঘদিন ধরে কষ্ট করছিলেন। মানসিক কষ্ট থেকেই এমনটি ঘটতে পারে। তবে মাকে জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় মা আছিয়া বেগমকে আটক করা হয়েছে।
]]>




