সুলতানপুরে খুনের মামলায় চার্জশীট : কাউন্সিলর পদ হারাচ্ছেন কালাম
শহর প্রতিনিধি :
ফেনী পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদ থেকে বরখাস্ত হতে যাচ্ছেন আবুল কালাম। গরু ব্যবসায়ী খুনের ঘটনায় রবিবার আদালতে তার বিরুদ্ধে চার্জশীট গ্রহণ করা হয়। ২০২১ সালের ১৫ জুলাই রাত থেকে গ্রেফতার এড়াতে আত্মগোপনে রয়েছেন কালাম। ঘটনার পর তাকে ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পদ থেকে বহিস্কার করা হয়।
রবিবার জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম ফেনীর সময় কে জানান, “চার্জশীট গ্রহণের আদেশের কপি সংগ্রহ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার ব্যাপারে সিদ্ধান্ত দেবে।”
ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী সাংবাদিকদের বলেছিলেন, “আবুল কালামের পদ শূণ্য ঘোষণার জন্য ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হয়েছে। সরকার আইনের শাসনে বিশ্বাসী। কেউই আইনের ঊর্ধ্বে নয়, দলের পদ-পদবী ব্যবহার করে অপরাধমূলক কর্মকান্ডে জড়ালে ছাড় পাবার কারো সুযোগ নেই। এজন্য জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির নির্দেশনা অনুযায়ী দলীয় পরিচয়ে পার না পেতে কালামকে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে।”
স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ অনুযায়ী, (১) যেক্ষেত্রে কোন পৌরসভার মেয়র অথবা কোন কাউন্সিলর অপসারণের কার্যক্রম আরম্ভ করা হইয়াছে অথবা তাহার বিরুদ্ধে ফৌজদারী মামলায় অভিযোগপত্র আদালত কর্তৃক গৃহীত হইয়াছে, সেই ক্ষেত্রে নির্ধারিত কর্তৃপক্ষের বিবেচনায় মেয়র অথবা কাউন্সিলর কর্তৃক ক্ষমতা প্রয়োগ পৌরসভার স্বার্থের পরিপন্থী অথবা প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন না হইলে, সরকার লিখিত আদেশের মাধ্যমে মেয়র অথবা কাউন্সিলরকে সাময়িকভাবে বরখাস্ত করিতে পারিবে। প্রচলিত নিয়ম অনুযায়ী এ ধরনের ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে লিখিতভাবে স্থানীয় সরকার বিভাগকে অবহিত করতে হয়।