সুশান্তের মৃত্যু: ৪ বার জীবন দিতে চেয়েছিলেন অমিত!
<![CDATA[
মিডিয়ার জগতকে বাইরে থেকে যতটা জমকালো বলে মনে হয় ভেতরটা ঠিক ততটাই কানায় কানায় হতাশায় ভরা। সুশান্তের সহ অভিনেতা অমিত সাধের কথা সেটাই জানান দেয় সাধারণ মানুষদের।
এ পথ এতটাই পিচ্ছিল যে, কোনো ঘটনা বা একটি ভুল পদক্ষেপে অকালেই খসে পড়তে পারে একটি প্রাণ। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হওয়া এক প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি এক অনুষ্ঠানে অমিত তার সহকর্মী সুশান্তের স্মৃতিচারণ করেন।
আরও পড়ুন: বিয়ের প্রসঙ্গ উঠতেই রচনাকে বেফাঁস তথ্য দিলেন দেব!
অমিতের ভাষায়, ‘সুশান্তের মৃত্যুতে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিলাম আমি। খুব কঠিন জায়গা এই ইন্ডাস্ট্রি। আমি যার মধ্যে দিয়ে গিয়েছি, তা কখনও ভুলতে পারব না।’
‘কাই পো চে’ ছবিতে একসঙ্গে অভিনয় করার সুযোগ হয়েছিল তাদের। স্মৃতিচারণে অমিত বলেন, ‘সুশান্ত চলে যাওয়ার ৩-৪ বছর আগের কথা। আমি একজনের কাছ থেকে সুশান্তের ফোন নম্বর চাইলাম। আমরা সবাই জানতাম, ও ভালো নেই। তাই ওর সঙ্গে কথা বলতে চাইলাম। এক সহকর্মী বলল, সুশান্ত কারও সঙ্গে কথা বলতেই চায় না। নিজেকে পুরোপুরি গুটিয়ে নিয়েছে। ফোন ব্যবহার করে না আর। আগের নাম্বারটা নষ্ট করে দিয়েছে।’
সম্পর্কে খুব ঘনিষ্ঠ না হলেও সুশান্ত চলে যাওয়ায় তছনছ হয়ে গিয়েছিল অমিতের জীবন। কারণ হতাশার মধ্যে দিয়ে তিনিও জীবন কাটিয়েছেন। বয়ঃসন্ধিতে ৪ বার জীবন শেষ করে দিতে চেয়েছিলেন অমিত।
সুশান্তের মৃত্যুর পর দিশেহারা হয়ে অভিনয় ছেড়ে দিতে চেয়েছিলেন অমিত। ঘটনাচক্রে আরেক সহকর্মী স্মৃতি ইরানি এসে তার পাশে দাঁড়ান। বিপর্যয় কাটিয়ে উঠতে সাহায্য করেন।
আরও পড়ুন: ‘সস্তার’ দীপিকা নেট দুনিয়ায় ভাইরাল!
এখন নিজেকে হতাশার জাল থেকে বের করে এনেছেন অমিত। আগের থেকে মানসিকভাবে অনেক শক্তিশালী ও পরিণত এখন। তাই যে জীবন এক বার পেয়েছেন, তা আর হারাতে চান না এ অভিনেতা।
]]>




