সূর্যসেন হল প্রিমিয়ার লিগে নতুন ফ্র্যাঞ্চাইজি ‘দ্য মাইটি পদ্মা’
<![CDATA[
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা’ সূর্যসেন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে সূর্যসেন হল প্রিমিয়ার ফুটবল লিগের (এসপিএল ২০২২) আসর। আগামী ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ। এই প্রতিযোগিতায় প্রতিবার প্রত্যেকটি প্রশাসনিক বিভাগ থেকে একটি করে মোট আটটি ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করে থাকে। কিন্তু এ বছর প্রত্যেকটি বিভাগ থেকে একটি করে টিম থাকলেও সিলেট বিভাগ থেকে থাকছে না কোনো টিম।
দাফতরিক বিভাগ না হয়েও সবাইকে অবাক করে দিয়ে প্রস্তাবিত ‘পদ্মা’ বিভাগ থেকে দল নিয়েছে গত টুর্নামেন্টে ঢাকা বিভাগ থেকে রানার্স-আপ হওয়া ফ্র্যাঞ্চাইজি, যাদের এবার দেখা যাবে ‘দ্য মাইটি পদ্মা’ ব্যানারে। একই সাথে পাল্টে গেছে ঢাকা বিভাগের মালিকপক্ষও।
আরও পড়ুন: বাংলাদেশের হয়ে খেলবেন হামজা চৌধুরী!
এ ব্যাপারে ‘দ্য মাইটি পদ্মা’ ফ্র্যাঞ্চাইজির সহকারী ব্যবস্থাপনা পরিচালক তাহসান ইসলাম বলেন, ‘গত আসরে আমরা ঢাকা বিভাগের মালিকপক্ষ ছিলাম। তবে অদূর ভবিষ্যতে যেহেতু আমাদের বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচটি জেলা নিয়ে ‘পদ্মা’ বিভাগ হতে যাচ্ছে, প্রস্তাবটিকে স্বাগত জানিয়ে এবার আমরা ‘দ্য মাইটি পদ্মা’ ব্যানারে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছি।’
আরও পড়ুন: মেয়েরা পারলেও ছেলেরা কেন পারে না?
প্রসঙ্গত, ৭ সেপ্টেম্বর এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছিল এসপিএলের নিলাম। নিলামে প্রত্যেকটি টিমকে পঁচিশ হাজার টাকার মধ্যে সতেরো জন করে প্লেয়ার কিনতে হয়েছে।
]]>