সূর্য উঁকি দিলেও কমেনি শীতের তীব্রতা
<![CDATA[
হিম বাতাস ও তীব্র শীতে উত্তরের জেলা পঞ্চগড়ের জনজীবন স্থবির হয়ে পড়েছে। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত শীতল বাতাসের সঙ্গে কুয়াশা শীতকে বাড়িয়ে তুলেছে। শীত উপেক্ষা করে কাজের সন্ধানে ছুটে চলেছেন অসহায় ও শ্রমজীবী মানুষজন।
এদিকে সোমবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সকালে সূর্য উঁকি দিলে ও রয়েছে শীতের তীব্রতা।
মাটিকাটা শ্রমিক জামাল বলেন, এই শীতে হাত-পা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডায় মাটি কাটতে পারি না, রোজগার হয় না। পরিবার নিয়ে কষ্টে দিন কাটাচ্ছি। আমাদের মতো অসহায়দের কেউ খোঁজও নেয় না।
আরও পড়ুন: বেড়েছে তাপমাত্রা, শীত নিয়ে কী বলছে আবহাওয়া অফিস
ইজিবাইকচালক সালাম বলেন, ঠান্ডায় গাড়ি নিয়ে ভোরে বের হয়েছি। এখন সকাল ৯টা বাজে। একটিও ভাড়া পাই নাই। সংসার চালাতে হিমশিম খাচ্ছি।
পুরাতন পঞ্চগড় এলাকার টুলু বলেন, এই ঠান্ডায় শীতবস্ত্রের অভাবে খুব কষ্ট করছি। কেউ একটা কম্বলও দিল না।
আরও পড়ুন: মাঘের শীতেও লোডশেডিং, শঙ্কায় বিশেষজ্ঞরা
স্থানীয় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের উচ্চসহকারী রোকনুজ্জামান জানান, গত কয়েকদিন থেকে তেঁতুলিয়ায় তাপমাত্রা ওঠানামা করছে।
]]>




