সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
<![CDATA[
সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়ার বিরুদ্ধে চট্টগ্রামে সন্ত্রাস দমন আইনের একটি মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। একই অভিযোগপত্রে জিয়ার সঙ্গে আরও চারজনকে আসামি করা হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-পরিদর্শক ফরহাদ হোসেন অভিযোগপত্রটি সংশ্লিষ্ট শাখায় জমা দেন।
অভিযোগপত্রে অন্য চার আসামী হলেন- নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ‘আইটি বিশেষজ্ঞ’ ও সিরিয়াফেরত যোদ্ধা সাখাওয়াত আলী লালু, মোহাম্মদ শামীমুর রহমান প্রকাশ শামীম হুজুর, আবদুল্লাহ আল মামুন সিদ্দিকী মারুফ এবং আমজাদ হোসেন আরিফ।
এ নিয়ে সিএমপির অতিরিক্ত উপ কমিশনার কামরুল ইসলাম বলেন, নগরীর খুলশী থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলার অভিযোগপত্র জমা দিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট। মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। ৩২ জনকে সাক্ষী করা হয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া মেজর আটক
২০২১ সালের ১১ জুন নগরীর দক্ষিণ খুলশীতে আহলে হাদিসপন্থীদের একটি মসজিদের সামনে থেকে সাখাওয়াত আলী লালুকে কাউন্টার টেরোরিজম ইউনিট জিহাদি বইসহ গ্রেফতার করা হয়।
অভিযোগপত্রে বলা হয়েছে, লন্ডন থেকে কম্পিউটার সাইন্সে উচ্চতর ডিগ্রি শেষ করা সাখাওয়াত পীস টিভিতে জাকির নায়েকের বক্তব্য শুনে এবং জিহাদি বই পড়ে উদ্বুদ্ধ হন। নগীরর লালখান বাজারে একটি মসজিদে নামাজ পড়তে গিয়ে পরিচয় হয় ওমর ফারুক নামে একজনের সঙ্গে।
তার মাধ্যমে সাখাওয়াতের সঙ্গে পরিচয় হয় ঢাকার আবদুল্লাহ আল মামুন সিদ্দিকী মারুফ এবং আমজাদ হোসেন আরিফসহ কয়েকজনের সঙ্গে। এভাবে তারা ২০১২ সালের দিকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সঙ্গে জড়িয়ে পড়েন।
অভ্যুত্থানের চেষ্টা করে ব্যর্থ হয়ে সৈয়দ জিয়াউল হক জিয়া ২০১২ সালে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হন।
]]>




