ফেনীতে সেমাই কারখানায় অভিযান : ইকরা ফুড প্রোডাক্টসকে অর্থদন্ড, ওয়ান বেকারির দুই জনকে কারাদন্ড
শহর প্রতিনিধি-
ফেনীতে সেমাই কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার শহরের তাকিয়া রোডে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার এনএম আবদুল্লাহ আল মামুন দুই সেমাই কারখানায় অভিযান চালিয়ে ৫৫ হাজার টাকা অর্থদন্ড ও আদালতের কাজে বাঁধা দেওয়ায় বেকারীর মালিকসহ দু’জনকে কারাদন্ড প্রদান করেন।
আদালত সূত্র জানায়, পণ্যের মান নিয়ন্ত্রণ ও খাদ্য দ্রব্যে ভেজাল রোধে শহরের তাকিয়া রোডের সেমাই কারখানায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় বিএসটিআই এর লাইসেন্স ব্যাতিত পণ্য উৎপাদন ও সীল ব্যবহার করায় ইকরা ফুড প্রোডাক্টস এর মোহাম্মদ সুমন হাওলাদারকে বিএসটিআই আইন ২০১৮ এর ১৫ ধারার অপরাধে ২৭ ধারা অনুসারে ৪০ হাজার টাকা অর্থদন্ড (জরিমানা) করা হয়।
পরে লাইসেন্স ব্যাতিত পণ্য উৎপাদন, বিএসটিআই এর সীল ব্যবহার এবং কারখানা পরিদর্শনে বাধা প্রদান করায় বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারা অনুসারে
এ ওয়ান বেকারির ওসমান গনিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড ও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. সবুজ মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার এনএম আবদুল্লাহ আল মামুন জানান, অভিযানে জব্দকৃত সেমাইগুলো পানিতে ফেলে ধ্বংস করা হয়।
এ সময় বিএসটিআই কুমিল্লার কর্মকর্তাবৃন্দ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।




