সেমিতে বাজে রেফারিং নিয়ে ফিফার দ্বারস্থ মরক্কো
<![CDATA[
কাতার বিশ্বকাপে বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে রেফারিং। এবার বাজে রেফারিং নিয়ে ফিফার দ্বারস্থ হলো বিশ্বকাপে ইতিহাস গড়া মরক্কো।
ইতিহাসে গড়ে সেমিফাইনালে খেলতে নেমেছিল আফ্রিকার দেশ মরক্কো। তবে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ হয়েছে আশরাফ হাকিমিদের। মরক্কোর স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে ফ্রান্স।
আসরজুড়ে দুর্দান্ত খেলা মরক্কো ফাইনালে ওঠার লড়াইয়েও ফ্রান্সের বিপক্ষে ছেড়ে কথা বলেনি। সমান তালে লড়েছে তারা। এদিকে, ম্যাচ হেরে ছিটকে যাবার পর রেফারিং নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে মরক্কো ফুটবল ফেডারেশন-এফআরএমএফ।
আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, রেফারি সিজার রামোস প্রথমার্ধে মরক্কোকে দুটি পেনাল্টি থেকে বঞ্চিত করেছে। এফএমএএফের এক বিবৃতিতে বলা হয়েছে, ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচকে রেফারিং নিয়ে সন্তুষ্ট হতে না পেরে ফেডারেশন ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে।
আরও পড়ুন: নিষেধাজ্ঞা কাটিয়ে ফাইনালে ফিরছেন দুই আর্জেন্টাইন
এফআরএমএফ তাদের ওয়েবসাইটে আরও জানিয়েছে জাতীয় দলের অধিকার সমুন্নত রাখতে আমরা কখনোই দ্বিধাবোধ করি না।
রূপকথার যাত্রা থেমে গেলেও এখনও বিশ্বকাপ শেষ হয়ে যায়নি মরক্কোর। শনিবার (১৭ ডিসেম্বর) তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে জিততে পারলে একটা সান্ত্বনা পুরস্কার নিয়ে দেশে ফিরতে পারবে। বিশ্বকাপে প্রথমবারের মতো তৃতীয় হওয়াটাও যে কম কিছু নয়।
]]>




