সেমিফাইনালের প্রথমার্ধে পিছিয়ে রোনালদোর দল
<![CDATA[
সৌদি আরবে অভিষেক সম্পন্ন হয়েছে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। তবে আল-নাসরের জার্সিতে এখনও গোল করতে পারেননি এই তারকা। এবার সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল-ইত্তিহাদের বিপক্ষে মাঠে নেমেছেন রোনালদো। ম্যাচটির প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে গেছে রোনালদোর দল।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে মুখোমুখি হয় আল-নাসর ও আল- ইত্তিহাদ। সুপার কাপের সেমিফাইনালের এই ম্যাচে অনেকটাই নিষ্প্রভ থেকে প্রথমার্ধ শেষ করেছেন আল-নাসর স্ট্রাইকার রোনালদো। তাতে জ্বলে ওঠার বদলে উল্টো ২ গোল হজম করতে হয়েছে দলটিকে।
আরও পড়ুন: ‘আর্জেন্টিনা আর বিশ্বকাপ জিততে পারবে না বলাটা ঠিক হয়নি’
ম্যাচের ১৫ মিনিটে আল-ইত্তিহাদের মিডফিল্ডার আব্দুর রহমানের সহায়তায় প্রথম গোল করেন রোমারিনহো। দলকে লিড গোল এনে দিয়ে পর্তুগিজ তারকার বিপক্ষে ইত্তিহাদ শিবিরে যেন নবপ্রাণের সঞ্চার ঘটে। ধীরে ধীরে বাড়তে থাকে আক্রমণের মাত্রা। তাতে ৪৩ মিনিটে বাড়ে ব্যবধান। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন মরক্কোর খেলোয়াড় আবদেররাজাক হামদাল্লাহ। ২-০ গোলে পিছিয়ে পড়ে আল-নাসর যেন আরও দুর্বল হয়ে ওঠে।
প্রথমার্ধের বেশিরভাগ সময়ে বল নিজেদের দখলে রাখলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি রোনালদোর আল-নাসর। প্রায় ৬৩ শতাংশ সময় বল দখলে রেখে ইত্তিহাদের গোলে ৬ বার শট নেয় নাসর। এর মধ্যে ২টি শট জোরালো হলেও জালের সন্ধান পেতে সেগুলো ব্যর্থ হয়েছে। তাতে পিছিয়ে থেকেই শেষ করতে হয়েছে প্রথমার্ধ।
এর আগে রিয়াদ অলস্টারের হয়ে পিএসজির বিপক্ষে জোড়া গোল করেছিলেন রোনালদো। তিনি গোল দুটো করেন ম্যাচের ৩৪ ও ৪৫ মিনিটে। এর মধ্যে তার প্রথম গোলটি আসে পেনাল্টি থেকে। যদিও পুরো ম্যাচে খেলতে পারেননি তিনি। ৬০ মিনিটে রোনালদোর বদলি হিসেবে মাঠে নামেন ম্যাথিউস পেরেইরা।
আরও পড়ুন: রোনালদোর সঙ্গে আর কোন্ কোন্ বিদেশি খেলোয়াড় খেলছেন
রোনালদোর জোড়া গোলের ম্যাচে লিওনেল মেসি করেন এক গোল। তাতে পিএসজি জয় পায় ৫-৪ গোলের ব্যবধানে। পিএসজির হয়ে অন্য চারটি গোল করেন মারকুইনহোস, রামোস, এমবাপ্পে ও হুগো ইকিতিকে। রিয়াদ একাদশের অন্য দুটি গোল আসে জাং হুন ও তালিস্কার পা থেকে।
]]>




