সেমিফাইনালে ওঠার লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ে দক্ষিণ আফ্রিকা
<![CDATA[
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের মহাগুরুত্বপূর্ন ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালে জায়গা করে নিতে এ ম্যাচে প্রোটিয়াদের জয়ের কোন বিকল্প নেই।
রোববার (৬ নভেম্বর) অ্যাডিলেডে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস। ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সুবিধাজনক অবস্থানে থাকলেও এ ম্যাচে জয়ের বিকল্প নেই দক্ষিণ আফ্রিকার। এই ম্যাচে জয় পেলেই নিশ্চিত হবে সেমিফাইনাল। তবে নেদারল্যান্ডস যদি তাদের হারিয়ে দেয় তবে কপাল খুলে যাবে পাকিস্তান-বাংলাদেশ ম্যাচে জয়ী দলের।
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা নামছে অপরিবর্তিত একাদশ নিয়েও। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেরে যাওয়ায় জমে উঠেছে গ্রুপ বি’র সেমিফাইনালে ওঠার সমীকরণ।
আরও পড়ুন:পাকিস্তানের বিপক্ষে লিটন দাস কি খেলবেন?
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতলেও কোনো সমীকরণেই সেমিফাইনালে যাওয়ার সুযোগ নেই ডাচদের। কিন্তু বিশ্বকাপে বাংলাদেশ টিকে আছে এখনো, তবে ভাগ্য লিখবে অন্যরা। শুধু বাংলাদেশ নয়। সুপার টুয়েলভের চতুর্থ রাউন্ড শেষ করলেও গ্রুপ টু থেকে এখনো শীর্ষ চার নিশ্চিত করতে পারেনি কোনো দল। এমনকি টেবিল টপার ভারত কিংবা এডভান্টেজ বারে থাকা দক্ষিণ আফ্রিকাও না। এখান থেকে কপাল পুড়তেও পারে, আবার সুপার আপসেট ঘটিয়ে বাংলাদেশ পেতে পারে সেমির টিকিট।
এদিন দিনের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। যেখানে সমান সম্ভাবনা দু’দলেরই। অর্থাৎ ম্যাচ জিতলে উভয়েরই সুযোগ রয়েছে ৬ পয়েন্ট নিশ্চিত করার। তারপরও তাকিয়ে থাকতে হবে অন্যের দিকে। এর সঙ্গে সাকিবদের নেট রানরেটে পিছিয়ে থাকার বিষয়টা থাকছেই।
নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকা হেরে গেলে সমীকরণ সহজ হবে বাংলাদেশ-পাকিস্তানের জন্য। তাদের মধ্যকার ম্যাচের জয়ী দল কোনো হিসাব ছাড়া চলে যাবে শীর্ষ চারে। তবে প্রোটিয়ারা যদি জিতে যায়, আবার ভারতও জয়ের দেখা পেলে কাপাল পুড়বে বাংলাদেশ এবং পাকিস্তানের।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটকিপার), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাইলি রুশো, এইডেন মার্করাম, ডেভিড মিলার, হেনরিখ ক্লাসেন, ওয়াইন পার্নেল, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, আইনরিখ নরকিয়া।
নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও’দউদ, স্টিফেন মাইবার্গ, টম কুপার, কলিন অ্যাকারমান, বাস ডি লেড, স্কট অ্যাডওয়ার্ডস (উইকেটকিপার, অধিনায়ক), রোলেফ ফন ডার মারউইয়ি, লোগান ফন বিক, ফ্রেড ক্লাসেন, পল ফন মিকেরেন, ব্রেন্ডন গ্লোভার।
]]>




