‘সেমিফাইনাল খেলবেন সাকিবরা’
<![CDATA[
টাইগারদের স্বস্তির জয়ে উচ্ছ্বসিত লাল সবুজের সমর্থকরা। সোমবারের (২৪ অক্টোবর) ডাচদের বিপক্ষে ম্যাচ দেখতে অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে হোবার্টে ছুটে আসেন তারা। প্রত্যাশা করছেন জয়ের ধারাবাহিকতা ধরে রাখবে সাকিবের দল, খেলবে সেমিফাইনালেও।
হোবার্টে প্রত্যাশার ঝলকানি। দেড় দশকের দীর্ঘ প্রতিপক্ষের পর অবশেষে এল যে জয়। প্রতিপক্ষ দুর্বল হলেও টাইগার ক্রিকেটের জন্য এ দিনটা স্বস্তির। উচ্ছ্বাস তাই আকাশ ছুঁয়েছে।
আফ্রিকা থেকে আমেরিকা, ইউরোপ থেকে তাসমান সাগরপাড়। যখন যেখানে খেলে বাংলাদেশ, মাঠে পায় অকুণ্ঠ সমর্থন। ব্যতিক্রম ছিল না হোবার্টেও। ম্যাচ শুরুর আগ থেকেই গ্যালারির দখল নেয় লাল সবুজ। প্রত্যাশিত জয়ে স্বস্তিতে সমর্থকরা।
তারা বলেন, খেলাটা দারুণ উপভোগ করেছি। যদিও অনেক ভয়ে ছিলাম। বাংলাদেশ দারুণ জয় পেয়েছে। বিশেষ করে ফিল্ডিংটা দারুণ হয়েছে। এই ম্যাচটাতে বাংলাদেশের জয় পাওয়া খুবই দরকার ছিল। এতে আত্মবিশ্বাস বেড়েছে অনেক। পুরো দলকে অভিনন্দন।
আরও পড়ুন: বাংলাদেশ ব্যাটিংয়ে নড়বড়ে ছিল কেন, জানালেন সাকিব
ম্যাচ শেষে সাকিবসহ প্রিয় ক্রিকেটারদের সান্নিধ্য মিলেছে সমর্থকদের। ছবি তোলার সঙ্গে মিলেছে অটোগ্রাফও। জয়ের দিনে এ যেন বাড়তি পাওয়া।
আছে প্রত্যাশাও। পরের ম্যাচ যে সিডনিতে, যেখানে বসবাস করেন অনেক বাংলাদেশি। তাইতো দক্ষিণ আফ্রিকা যতই শক্তিশালী দল হোক, জয়রথ ধরে রাখবেন সাকিবরা। সমর্থকদের আশা, সেমিফাইনালে খেলতে পারবেন সাকিব আল হাসানরা।
সেই সঙ্গে বাংলাদেশের সব ম্যাচেই মাঠে গিয়ে সমর্থনে অঙ্গীকার অস্ট্রেলিয়ায় বসবাসরত হাজারো বাংলাদেশির। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) টাইগারদের দ্বিতীয় ম্যাচ।
]]>