বিনোদন

সেমিফাইনাল প্রশ্নে গ্রুপ ওয়ানে জটিল সমীকরণ

<![CDATA[

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ওয়ানের প্রথম ৪ রাউন্ড খেলা শেষেও নির্ধারিত হয়নি কোন ২ দল যাচ্ছে সেমিফাইনালে। কেবল আফগানিস্তান বাদে বাকি ৫ দলেরই সম্ভাবনা রয়েছে পরের রাউন্ডে যাওয়ার। নিউজিল্যান্ড ছাড়া অন্য দলগুলোর কেবল নিজেদের ম্যাচ জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর ফলাফলের দিকেও। যদিও এতসব সমীকরণ আর হিসেব-নিকাশ ভেস্তে যেতে পারে বৃষ্টি কারণে।

গ্রুপ ওয়ানে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা টুর্নামেন্ট শুরুর আগেই আন্দাজ করা গেছিল। তবে দলগুলোর ভাগ্য যেভাবে পেণ্ডুলামের মতো ঝুলছে, তাতে ক্রিকেটপ্রেমীদের হিসাব কষতে বেশ ঘাম ঝরাতে হচ্ছে। সেমিফাইনালে ওঠার আগে দলগুলোর বাকি একটি করে ম্যাচ। অথচ এখনো শেষ চারের জায়গা কারোরই নিশ্চিত নয়। একমাত্র দল হিসেবে বাতিলের খাতায় নাম কেবল আফগানিস্তানের।

আরও পড়ুন: বাংলাদেশ-ভারত ম্যাচে বৃষ্টি হলে সেমির সমীকরণে কারা এগিয়ে যাবে?

সমীকরণটা সবচেয়ে সহজ কিউইদের জন্য। আইরিশদের বিপক্ষে শেষ ম্যাচে জয় পেলেই হবে তাদের, তবে হারলেও থাকছে সুযোগ। সেক্ষেত্রে বড় ব্যবধানে না হেরে অস্ট্রেলিয়ার হারের দিকে তাকিয়ে থাকতে হবে কেন উইলিয়ামসনদের। নিউজিল্যান্ডের সমান পয়েন্ট ইংল্যান্ডের, তবে নেট রান রেটের হিসাবে পার্থক্যটা অনেক। তাই তো কেবল জয় দিয়েই স্বস্তিতে থাকতে পারছে না ইংলিশরা। শেষ রাউন্ডে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও জয় পেলে, সমীকরণের হিসাব-নিকাশ কষতে হবে দলটিকে।

শুক্রবার (৪ নভেম্বর) অজিরা যদি আফগানদের ৬০ রানে হারায়, তাহলে শনিবার লঙ্কানদের অন্তত ১০ রানের ব্যবধানে হারাতে হবে ইংল্যান্ডকে। একদিন পর ম্যাচ হওয়ায় ইংলিশরা অবশ্য নিজেদের লক্ষ্যটা জেনেই মাঠে নামার সুযোগ পাচ্ছে। এদিকে অজিদের বড় মাথা ব্যথার নাম নেট রানরেট। তবে সে হিসাব-নিকাশ করতে না চাইলে নিজেদের জয়ের পাশাপাশি নিউজিল্যান্ড অথবা ইংল্যান্ড হারলেই চলবে অ্যারন ফিঞ্চদের।

আরও পড়ুন: ‘আফিফ আমাদের গ্লেন ম্যাক্সওয়েল’

তবে শেষদিনে এই তিন দলই জিতলে সমস্যাটা সবথেকে বেশি হবে অজিদের। সেক্ষেত্রে আফগানদের বিপক্ষে বিশাল ব্যবধানের জয় কিছুটা হলেও সম্ভাবনার দুয়ার খোলা রাখবে। ইংল্যান্ডকে হারালে সেমির দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে শ্রীলঙ্কা। যদিও শেষ চারে যেতে কেবল নিজেদের জিতলেই হবে না, লঙ্কানদের তাকিয়ে থাকতে হবে অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ডের হারের দিকে। কাগজে-কলমে সুযোগ আছে আইরিশদের সামনেও। সেক্ষেত্রে কিউইদের অন্তত ১০৫ রানে হারানোর পাশাপাশি অস্ট্রেলিয়ার হারতে হবে আফগানদের কাছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!