সেমির লড়াইয়ে প্রথমার্ধে পিছিয়ে রিয়াল মাদ্রিদ
<![CDATA[
কোপা দেল রে’র হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালের প্রথমার্ধে পিছিয়ে রইল তারকাবহুল রিয়াল মাদ্রিদ। তাতে মর্যাদার লড়াইয়ে সেমিফাইনালের টিকিট কাটার লক্ষ্যে এগিয়ে গেল অ্যাতলেটিকো মাদ্রিদ। তবে কারা খেলবে সেমিতে সে প্রশ্নের উত্তর পেতে হলে অপেক্ষা করতে হবে শেষ বাঁশি পর্যন্ত।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ২টায় সান্তিয়াগো বার্নাব্যুতে কোয়ার্টার ফাইনালের ম্যাচে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ। গুরুত্বপূর্ণ এই ম্যাচের প্রথমার্ধে নাকানিচুবানি খেতে হয়েছে রিয়ালকে। তাতে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকে যেতে হয়েছে বিরতিতে।
আরও পড়ুন: নিষ্প্রভ রোনালদোতে হারল আল-নাসর
ম্যাচের ১৯ মিনিটে অ্যাতলেটিকোর ডিফেন্ডার নাহুয়েল মোলিনার বাড়ানো বল থেকে ডান পায়ের শট নেন স্ট্রাইকার আলভারো মোরাতা। তাতেই এসে যায় লিড গোলটি। ১-০ গোলে পিছিয়ে থেকে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে রিয়াল। তবে বিরতির আগ পর্যন্ত সে যাত্রায় ব্যর্থ হতে হয়েছে লুকা মুদ্রিচ, ভিনিসিয়ুস জুনিয়র, করিম বেনজেমাদের।
কোপা দেল রে অবশ্য রিয়াল মাদ্রিদের জন্য খুব একটা প্রিয় নয় আর। শেষ ৩০ বছরে মাত্র দুবারই কোপার শিরোপা ঘরে তুলতে পেরেছে তারা। সবশেষ অ্যানচেলত্তি যুগে ২০১৪ সালে শিরোপা উচিয়ে ধরেছিল লস ব্লাঙ্কোসরা। স্প্যানিশ ফুটবলের সবচেয়ে সফল দলটি এবার সমর্থকদের সে কষ্ট কিছুটা হলেও লাঘব করতে চেয়েছিল। কিন্তু প্রথমার্ধের খেলা দেখে উল্টো হতাশ হতে হয়েছে সমর্থকদের।
আরও পড়ুন: ‘আর্জেন্টিনা আর বিশ্বকাপ জিততে পারবে না বলাটা ঠিক হয়নি’
মৌসুমের শুরুটা দুর্দান্ত হলেও মাঝেও ছন্দপতন হয়েছে লস ব্লাঙ্কোসদের। কদিন আগেই সৌদি আরবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে তারা হারিয়েছে স্প্যানিশ সুপার কাপের শিরোপা। লা লিগায়ও ভালো নেই রিয়াল। ১৭ ম্যাচশেষে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে তারা। তিন পয়েন্ট এগিয়ে শীর্ষে বার্সা।
]]>




