বাংলাদেশ

সেমির স্বপ্নে নিজেদের ঝালিয়ে নিলেন টাইগাররা

<![CDATA[

একদিন বিরতির পর পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ সামনে রেখে শুক্রবার (৪ নভেম্বর) অ্যাডিলেইডে অনুশীলন করেছে বাংলাদেশ দল। ব্যাটিং বোলিং সব বিভাগেই নিজেদের ঝালিয়ে নিয়েছে টিম টাইগার।

ভারতের বিপক্ষে ম্যাচের পর আম্পায়ারদের নেয়া কিছু সিদ্ধান্তের কারণে সমালোচনার ঝড় ওঠে বিশ্ব গণমাধ্যমজুড়ে। এমন সব সিদ্ধান্তের কারণে ক্ষুব্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জবাব চাইবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির কাছে।

তবে এসব নিয়ে মাথা না ঘামিয়ে বাংলাদেশ দল পূর্ণ মনোযোগ দিচ্ছে তাদের প্রস্তুতিতে। অ্যাডিলেইডে রোববার (৬ নভেম্বর) অনুষ্ঠিত হবে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের সুপার টুয়েলভের শেষ ম্যাচ। ম্যাচ সামনে রেখে তাই নিজেদের ঝালিয়ে নিচ্ছে সাকিব, তাসকিনরা।

ওয়ার্মআপের পাশাপাশি, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই অনুশীলন করেছে বাংলাদেশ। অ্যাডিলেডের রোলটন ওভালে পাক্কা ৩ ঘণ্টা ঘাম ঝরাল টাইগাররা। ১৫ সদস্যের স্কোয়াডের ১৪ জন ছিলেন মাঠে। হ্যামস্ট্রিংয়ে হালকা চোট থাকায় ছিলেন না লিটন দাস। ইনফর্ম ব্যাটারের অনুপস্থিতিতে নেটে ঝড় তোলার চেষ্টায় শান্ত-সৌম্যরা।

ভারতের বিপক্ষে ম্যাচে সবচেয়ে বেশি খরুচে শরিফুল আর এখন পর্যন্ত আসরে কোনো ম্যাচ না খেলা এবাদত একটানা বোলিং করে যান। তবে গা গরম করেই সময় পার করেছেন বাংলাদেশের পেস ইউনিটের নেতা তাসকিন। হয়তো ইন্ডিয়ার কাছে হারের দুঃখ ভুলতে পারেননি এখনও।

অনুশীলনেও সবার চেয়ে এগিয়ে সাকিব। করেন দীর্ঘ এক ব্যাটিং সেশন। পাকিস্তানের বিপক্ষেও চার-ছক্কা হাঁকাতে হবে ক্যাপ্টেনকে। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফদের বিপক্ষে যা বেশ কঠিন হবে। তবে ভারতের বিপক্ষে কঠিন হয়ে ওঠা ম্যাচে ব্যাট হাতে স্বপ্ন দেখানো তাসকিন আত্মবিশ্বাসী।

কাগজে- কলমে সেমির স্বপ্ন এখনো টিকে আছে টাইগারদের। তাই পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে জয় তুলে নিতে চায় তাসকিনরা।

আরও পড়ুন: আইসিসি ইভেন্টে বাড়তি সুবিধা পায় ভারত: পাইলট

বিশ্বকাপটা দারুণ কাটছে তাসকিন আহমেদের। এদিন গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই পেসার বলেন, আমাদের গ্রুপটা বেশ জমছে। এখনো অনেক কিছুই হতে পারে; মিরাকল হতেও পারে। এখনো যদি জিততে পারি, তাহলে কোনো না কোনোভাবে সুযোগ আসতেও পারে। সেমিফাইনাল হবে কী হবে না, সেটা বলতে পারছি না। অনেক সমীকরণ আছে। তবে আমাদের লক্ষ্য থাকবে জয় পাওয়া।

দক্ষিণ আফ্রিকা যদি নিজেদের শেষ ম্যাচটা হেরে যায়, তাহলে পাকিস্তানকে হারাতে পারলেই পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে সেমিতে যাবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা যদি ডাচদের হারিয়েও দেয়, তবুও একটা আশা বেঁচে থাকবে। সেক্ষেত্রে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচে ভারতের হারের জন্য প্রার্থনা করতে হবে সাকিব বাহিনীকে। তবে এ সমীকরণে পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে টাইগারদের।

আরও পড়ুন: ইমরান খানের ওপর হামলা, টাইগার যুবাদের নিরাপত্তা জোরদার

তবে বাংলাদেশের মতো সেমির সম্ভাবনা থাকবে পাকিস্তানেরও। শেষ ম্যাচে জয়ের জন্য মরিয়া থাকবে বাবর আজমরাও। ত্রিদেশীয় সিরিজের দুই দলের সবশেষ দুই দেখায় দুটিতেই জয় তুলে নেয় পাকিস্তান। তাদের বিপক্ষে তাই জয় তুলে নেয়া সহজ হবে না সাকিব বাহিনীর জন্য।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!