সেরা কম্বিনেশন না পাওয়া পর্যন্ত চলবে পরীক্ষা-নিরীক্ষা: ডোনাল্ড
<![CDATA[
এখনও বিশ্বকাপের সেরা কম্বিনেশন খুঁজে পায়নি বাংলাদেশ। তাই ত্রিদেশীয় সিরিজে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট। এমনটা জানিয়েছেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। ব্যাটিংয়ের চেয়ে বোলিং অপশন নিয়েই ভাবনাটা বেশি তাঁর। ডেথ ওভারে পেসারদের পারফরম্যান্সে হতাশ এই প্রোটিয়া কোচ।
ফলাফল নয়, বিশ্বকাপের প্রস্তুতিই মূল লক্ষ্য। ত্রিদেশীয় সিরিজের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন না করলেও, এই সিরিজে যে পরীক্ষা-নিরীক্ষা করা হবে- সে বার্তা পাওয়া গেছে। অস্থিরতা বেশি ব্যাটিং অর্ডারে। তিন ম্যাচে দেখা গেছে ভিন্ন তিন ওপেনিং জুটি। সাকিব একদিন সাতে, আরেকদিন খেলেছেন চারে। পরিবর্তন হয়েছে মোসাদ্দেক-সোহানদের পজিশনও।
আরও পড়ুন: ওপেনিং জুটিতে আবার পরিবর্তন আনছে বাংলাদেশ!
কিন্তু, কোনো মন্ত্রেই আশানুরূপ পারফরম্যান্স যে পাওয়া যাচ্ছেনা। তাই এমন এক্সপেরিমেন্টের কারণ বোঝা দায়। যদিও টিম ম্যানেজমেন্টের দাবি, সঠিক পথেই আছে বাংলাদেশ।
বাংলাদেশের বোলিং কোচ অ্যালান ডোনাল্ড বলেন, ‘বিভিন্ন কম্বিনেশন বাজিয়ে দেখা হচ্ছে। সেরা কম্বিনেশন বাছাই করা সত্যিই কঠিন। আমি নিশ্চিত, শ্রীরামের সুস্পষ্ট ধারণা আছে। অনেকেই প্রশ্ন তুলছে, কতোদিন ধরে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাওয়া যায়। আমি বলবো, যতোদিন সেরা কম্বিনেশন না পাওয়া যায়, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে না গিয়ে উপায় নেই।’
পেস বোলিং কোচ ব্যাটিং অর্ডার নিয়ে ব্যাখ্যায় যাননি। যদিও তার পেস ডিপার্টমেন্টের কম্বিনেশন কেমন হবে- সেটাও এখনও স্পষ্ট না। তবে, বোলারদের পারফরম্যান্সে যে পুরোপুরি সন্তুষ্ট নন, সেটা বোঝা যায়।
অ্যালান ডোনাল্ড বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটটা ভালোভাবে রপ্ত করতে হবে। ডেথ বোলিংয়ে আরও বুদ্ধিদীপ্ত হতে হবে। চাপের মুহূর্তে কিভাবে খেলতে হয়, তা শিখতে হবে। সাইফউদ্দিন-শরিফুলকে নতুন বলে যাচাই করে দেখা হয়েছে। এবাদত ভালো করছে। মুস্তাফিজ বেঞ্চে ছিলো। হাসান জ্বর থেকে সেরে উঠেছে। সব মিলিয়ে আমাদের ভালো বোলার আছে। তবে, কিছু জায়গায় তাদের উন্নতি করতে হবে।’
আরও পড়ুন: পরিবর্তন আসবে বাংলাদেশের বিশ্বকাপ দলে
বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তনের শেষ সময় ১৫ অক্টোবর। প্রয়োজনে সে অপশনটা নিয়েও ভাববে টিম ম্যানেজমেন্ট। তবে, আপাতত লক্ষ্য একটাই- কম্বিনেশন যেমনই হোক, ট্রাইনেশন সিরিজে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ের সুখস্মৃতি নিয়ে অস্ট্রেলিয়ার বিমান ধরবে টাইগাররা।
]]>