বাংলাদেশ

সেরা ডিপ্লোম্যাট অ্যাওয়ার্ড পেল বাংলাদেশ

<![CDATA[

থাইল্যান্ডে অনুষ্ঠিত হলো ইউনাইটেড নেশনস সিমুলেশন কনফারেন্স। যেখানে বাংলাদেশের তরুণ অ্যাম্বাসেডর হিসেবে প্রতিনিধিত্ব করেছেন নানজীবা খান। এবারের আসরে বেস্ট ডিপ্লোম্যাট অ্যাওয়ার্ড পেয়েছেন দেশের সর্বকনিষ্ঠ এই চলচ্চিত্র নির্মাতা।

তার হাত ধরে ১২৫টি দেশের ২০০ জনের বেশি তরুণ প্রতিনিধিকে পেছনে ফেলে প্রথমবারের মতো বেস্ট ডিপ্লোম্যাট অ্যাওয়ার্ড-২০২২ জিতেছে বাংলাদেশ। এবারের আয়োজনের বিষয় ছিল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার লঙ্ঘন।

আয়োজনে উপস্থিত বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই অ্যাওয়ার্ড অর্জন করেন তিনি।

আরও পড়ুন: বেস্ট অব ফেস্ট জিতল ‘রিকশা গার্ল’

এর আগে গত সেপ্টেম্বরে দুবাইয়ে ইউনাইটেড নেশনস সিমুলেশন আয়োজিত বেস্ট ডিপ্লোম্যাটস কনফারেন্সেও নানজীবা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে আউট স্ট্যান্ডিং ডিপ্লোম্যাট অ্যাওয়ার্ড অর্জন করছিলেন।

নানজীবা গতবার বাংলাদেশ ও উরুগুয়ের তরুণ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এবার তিনি ভুটান ও বাংলাদেশকে একই সঙ্গে প্রতিনিধিত্ব করেছেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!