সৈয়দপুরে ৫ দোকান পুড়ে ছাই
<![CDATA[
নীলফামারীর সৈয়দপুরে ভয়াবহ আগুনে পাঁচ দোকান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
শনিবার (২৬ নভেম্বর) ভোরে পৌর শহরের শহীদ জহুরুল হক রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে খাদ্যসামগ্রীর দোকান ভলু স্টোরে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এর আগেই পাশের আরিফ স্টোর, ফয়সাল সেলুন, এজাজ ট্রেডার্স ও রাকিব স্টোর নামে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।
আরও পড়ুন: গাজীপুরে কম্পোজিট কারখানায় আগুন
পাশে থাকা আরও ৫-৬ টি দোকানে আংশিক ক্ষতি হয়েছে।
সৈয়দপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খুরশিদ আলম জানান, বৈদ্যুতির শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তদন্ত শেষে বিষয়টি সম্পর্কে নিশ্চিত বলা যাবে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাপ নিরূপণের চেষ্টা চলছে।
]]>




