বিনোদন

সৈয়দপুর পৌরসভার ৮০ ভাগ সড়কই বেহাল

<![CDATA[

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার উন্নয়ন খাতে বাজেটে ৭০ কোটি টাকা বরাদ্দ রাখা হলেও ৮০ ভাগ রাস্তাই বর্তমানে বেহাল। পৌরসভার ১৫টি ওয়ার্ডে সড়কগুলো দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে অধিকাংশেরই কার্পেটিং ও খোয়া উঠে যাওয়ায় ছোট-বড় খানাখন্দ তৈরি হয়েছে।

সামান্য বৃষ্টিতেই কিছু এলাকার রাস্তাঘাট হাঁটুপানিতে তলিয়ে যাওয়ায় ড্রেনের নোংরা ও কাদাপানিতে চলাচলে জনসাধারণের চরম দুর্ভোগেরও অভিযোগ রয়েছে। সৈয়দপুর পৌরসভার মেয়র ও নির্বাহী প্রকৌশলী বলেন, ‘বরাদ্দ না পাওয়ায় আমরা প্রধান রাস্তার সংস্কারের কাজ শুরু করতে পারিনি।’

শিল্প ও ব্যবসা সমৃদ্ধ উপজেলা হিসাবে খ্যাত সৈয়দপুর। উপজেলার অন্যতম প্রসিদ্ধ সৈয়দপুর পৌরসভায় দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা, বিমানবন্দর, সেনানিবাস, ১০০ শয্যা হাসপাতাল, বাস টার্মিনাল, ছোট-বড় ৫ শতাধিক শিল্প-কলকারখানা ছাড়াও রয়েছে সরকারি বেসরকারি স্কুল-কলেজসহ আর্মি বিশ্ববিদ্যালয়। কিন্তু সমৃদ্ধ এই প্রথম শ্রেণির পৌরসভার রাস্তাঘাটগুলোর চরম বেহাল দশা।

দীর্ঘদিন সংস্কার না হওয়া ও পৌর প্রশাসনের অবহেলার কারণে ১৫টি ওয়ার্ডের প্রায় ১১০ কিলোমিটার পাকা রাস্তার বর্তমানে বেহাল দশা। এবং এখনো রয়েছে প্রায় ২০ কিলোমিটার কাঁচা রাস্তা। শহরের প্রধান দুটি শহীদ ডা. জিকরুল হক ও বিমানবন্দর সড়ক ছাড়া অধিকাংশ রাস্তারই কার্পেটিং ও খোয়া উঠে যাওয়ার কারণে ছোট বড় খানাখন্দে পরিণত হয়েছে। তা ছাড়া অল্প বৃষ্টিতে কিছু রাস্তা হাঁটুপানিতে তলিয়ে যাওয়ায় নোংরা ও কাদাপানিতে চলাচলে চরম দুর্ভোগের অভিযোগও রয়েছে। রাস্তারগুলোর বেহাল দশার কারণে শহরের মধ্যে প্রয়োজনীয় জায়গায় পৌঁছাতেও  চরম বিপাকে পড়তে হয় জনসাধারণকে।

আরও পড়ুন: নোয়াখালী এক্সপ্রেসের বেহাল দশা, চরম দুর্ভোগে যাত্রীরা

সৈয়দপুর পৌরসভা নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, ৬ থেকে ৭ বছর আগে কাজ হওয়া রাস্তাগুলোর সংস্কার না হওয়ায় অবস্থা খুবই খারাপ। রিসাইলেন্ট আরবান টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টাকা এলেই দ্রুত কাজ শুরু করা হবে।

সৈয়দপুর পৌরসভা মেয়র রাফিকা আক্তার জাহান বেবি বলেন, ‘বরাদ্দের অভাবে রাস্তার বড় সংস্কারকাজ শুরু করা সম্ভব হয়নি। তবে আমরা এরই মধ্যে প্রায় তিন কোটি টাকার রাস্তার কাজ করেছি।’

১৯৫৮ সালে প্রতিষ্ঠিত ৩৪.৮২ বর্গকিলোমিটার আয়তনের সৈয়দপুর পৌরসভার মোট রাস্তা পরিমাণ ১৭০ কিলোমিটার। এর মধ্যে পাকা ১৫০ ও কাঁচা রাস্তা ২০ কিলোমিটার।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!