সোনাগাজীতে চেয়ারম্যানের পাশের বাড়ীতে বিধবা অসহায় গৃহিণীর দুটি গরু চুরি
সোনাগাজী প্রতিনিধি->>
সোনাগাজী উপজেলায় চরদরবেশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টুর পাশের বাড়ীতে এক রাতে অসহায় বিধবা গৃহিণীর দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। রোববার মধ্যরাতে উপজেলার চরদরবেশ ইউনিয়নের করিমুল হক হুজুরের বাড়িতে চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া ২টি গরুর দাম প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা হবে বলে ক্ষতিগ্রস্ত গৃহিণী জানান। এই নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, রোববার মধ্যরাতে উত্তর চর সাহাভীকারী গ্রামের ভুট্টু চেয়ারম্যানের পাশের বাড়ীতে গৃহিণী ফাতেমা খাতুন এর একটি দুধের গাভী ও একটি ষাঁড় তার গোয়ালঘর থেকে চুরি হয়।
বিধবা ফাতেমা বলেন, এ গরু দুটি তার চলার একমাত্র অবলম্বন। স্বামী মারা যাওয়ার পর প্রতি বছর কুরবানি ঈদের উদ্দেশ্য এক থেকে দুটি গরু বিক্রি উপযোগী করি ও একটি গাভীর দুধ বিক্রি করে কোন রকম সংসার চালাই। এখন তার ভিক্ষা করা ছাড়া উপায় নাই।
এলাকাবাসী জানান, যেখানে চেয়ারম্যান এর বাড়ীর আশ-পাশের এলাকা নিরাপত্তাহীনতায় রয়েছে সেখানে পুরো ইউনিয়ন অনিরাপদ। এমন ঘটনার তীব্র নিন্দা ক্ষোভ জানান এলাকার সচেতন মহল।
চরদরবেশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো বলেন, এর আগেও ওই একই বাড়িতে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছিল। এটি অতন্ত্য দুঃখজনক। বর্তমানে এলাকার অনেক কৃষক রাত জেগে তাদের গোয়ালঘর পাহারা দিচ্ছেন তবুও এ অনাকাঙ্ক্ষিত ঘটনা গুলো ঘটছে।
গরু চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) মাশকুর রহমান। এসময় চরদরবেশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো ও ইউপি সদস্য আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।