Feni (ফেনী)সোনাগাজী

সোনাগাজীতে জালে ধরা পড়ল সাড়ে ১৮ কেজির কাতলা

সোনাগাজী | তারিখঃ September 16th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 71 বার

সোনাগাজী প্রতিনিধি->>

সোনাগাজী উপজেলার বড় ফেনী নদীতে জেলেদের জালে সাড়ে ১৮ কেজির বেশি ওজনের একটি কাতলা মাছ ধরা পড়েছে। মাছটি বৃহস্পতিবার উপজেলার চর খোন্দকার জেলেপাড়ার আড়ত থেকে ৭৫০ টাকা কেজি দরে ১৩ হাজার ৯৫০ টাকায় কিনে নিয়েছেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. সেন্টু।

মো. সেন্টু বলেন, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে তিনি উপজেলার চর খোন্দকার জেলেপাড়া এলাকায় মৎস্য আড়তে গিয়ে দেখতে পান অন্যান্য মাছের সঙ্গে বড় একটি কাতলা উঠেছে। স্থানীয় আড়তদার মো. পিয়াসের আড়তে কাতলাটির ওজন দিয়ে দেখেন ১৮ কেজি ৬০০ গ্রাম। মাছটি প্রকাশ্যে নিলামে তোলা হলে অন্য ব্যবসায়ীদের সঙ্গে তিনিও অংশ নেন। একপর্যায়ে সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি ৭৫০ টাকা কেজি দরে কাতলাটি ১৩ হাজার ৯৫০ টাকায় কিনে নেন। মাছটি জেলেপাড়া এলাকার জেলে জয়নাল আবেদীনের জালে ধরা পড়েছে।

জেলে জয়নাল আবেদীন বলেন, তিনিসহ পাঁচ-ছয়জন জেলে অন্যান্য দিনের মতো বুধবার রাতে জাল নিয়ে নদীতে মাছ শিকারে যান। বড় ফেনী নদীর শেষ প্রান্তে বঙ্গোপসাগরের মোহনায় অবস্থান করে নদীতে জাল ফেলেন। রাতে ও সকালে দুই দফায় জাল ফেলে ৩০-৪০ কেজি ইলিশসহ ছোট ছোট কিছু মাছ শিকার করেন। পরে আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে জালে কাতলা মাছটি ধরা পড়ে।

মাছটি কেনার পরপরই ব্যবসায়ী মো. সেন্টু পৌর শহরের বিভিন্ন পরিচিত ব্যবসায়ী ও বিভিন্নজনের সঙ্গে যোগাযোগ করেন। পরে নাজমুল হাসান নামের এক প্রবাসী ৮০০ টাকা কেজি দরে ১৪ হাজার ৮৮০ টাকায় কাতলা মাছটি কিনে নেন।

মাছটির ক্রেতা নাজমুল হাসান বলেন, অনেকের কাছে শুনে জেলেপাড়ায় ঘুরতে গিয়ে বড় কাতলা মাছটি তিনি কিনেছেন। এ ছাড়া ৭৫০ টাকা কেজি দরে আরও প্রায় ২১ কেজি ইলিশ মাছ কিনেছেন তিনি।

উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহা বলেন, কাতলা দ্রুত বর্ধনশীল মাছ। তবে পরিবেশ ভালো পেলে মাছটি সাধারণত ৩০ থেকে ৩৫ কেজি ওজনের হয়ে থাকে। বড় মাছ বেশ সুস্বাদু। তাই জেলেরা দামও ভালো পেয়ে থাকেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!