সোনাগাজী ও ছাগলনাইয়া সাজাপ্রাপ্ত দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোনাগাজীতে চুরির মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. আমির হোসেন ও ছাগলনাইয়ায় এক বছর দুই মাসের সশ্রম কারাদন্ডসহ ৫ হাজার টাকা অর্থদন্ড এবং অর্থদন্ডের অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী মো. পিয়ার আহাম্মদ ওরফে সাইফুলকে মঙ্গলবার মধ্যরাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মো. আমির হোসেন সোনাগাজী উপজেলার পালগিরী গ্রামের মো. মোস্তফার ছেলে ও মো. পিয়ার আহাম্মদ ওরফে সাইফুল ছাগলনাইয়া উপজেলার উত্তর বল্লভপুর গ্রামের মকবুল আহাম্মদ জাকিরের ছেলে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, জিআর সাজা নং-১৬১/০৫ এর (চুরির মামলা) এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. আমির হোসেনকে কুমিল্লা জেলার লাকসাম থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
এদিকে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক বছর দুই মাসের সশ্রম কারাদন্ডসহ ৫ হাজার টাকা অর্থদন্ড এবং অর্থদন্ডের অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী মো. পিয়ার আহাম্মদ ওরফে সাইফুলকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।