বাংলাদেশ

সোনাহাট স্থলবন্দরের আমদানি-রফতানি ৯ দিন বন্ধ

<![CDATA[

ঈদে মিলাদুন্নবী ও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুড়িগ্রাম সোনাহাট স্থলবন্দরের আমদানি ও রফতানি কার্যক্রম শনিবার (১ অক্টোবর) থেকে ৯ দিন বন্ধ ঘোষণা করেছে দু’দেশের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রাকিব আহমেদ জুয়েল জানান, ঈদে মিলাদুন্নবী ও দুর্গাপূজার কারণে ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত দু’দেশের সকল ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ১০ অক্টোবর থেকে আমদানি-রফতানি কার্যক্রম যথারীতি শুরু হবে।

আরও পড়ুন: বুড়িমারী স্থলবন্দর ৯ দিন বন্ধ থাকবে

সোনাহাট বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধের বিষয়টি সোনাহাট বন্দর কর্তৃপক্ষ ও ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার গোলকগঞ্জ স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের মাধ্যমে বন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান তিনি। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!