সোমবার ডিপিডিসি এলাকায় লোডশেডিং নেই
<![CDATA[
জ্বালানি তেল ও বিদ্যুতের ঘাটতি কমাতে দেশে এলাকাভিত্তিক লোডশেডিং চলছে। কোন এলাকায় কখন লোডশেডিং, তার সময়সূচি আগেই জানিয়ে দেয়া হয়। তবে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) সার্ভিস এলাকায় সোমবার (২৬ সেপ্টেম্বর) কোনো লোডশেডিং হবে না।
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। তাই ডিপিডিসির গ্রাহকরা সারা দিন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন।
সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের অন্যান্য বিদ্যুৎ বিতরণ কোম্পানির মতো ডিপিডিসিও গত ১৯ জুলাই থেকে নিয়মিত শিডিউল করে লোডশেডিং কার্যক্রম চালু রেখেছে।
আরও পড়ুন : সুস্থ থাকতে সকালে উঠে খালি পেটে কী খাবেন
গত কিছু দিনের ধারাবাহিকতায় সোমবারও শিডিউল দেয়ার পরিবর্তে প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে জানায়, এই মুহূর্তে ডিপিডিসি এলাকায় কোনো লোডশেডিং নেই। যদিও লোড কম বরাদ্দের প্রাপ্তিতে লোডশেডিং আরোপিত হতে পারে বিধায় হালনাগাদ তথ্য জানার জন্য সময়ে সময়ে সবাইকে ডিপিডিসির ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হলো।
]]>