সৌদির বিপক্ষে যে ‘আক্ষেপ’ মেসির
<![CDATA[
আর্জেন্টিনার দীর্ঘ ৩৬ বছরের শিরোপাখরা ঘুচিয়ে তৃতীয় শিরোপা এনে দেয়ার লক্ষ্যে আলবিসেলেস্তেদের নেতৃত্বে লিওনেল মেসি। মঙ্গলবার (২২ নভেম্বর) সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের। কিন্তু এশিয়ার দেশটির বিপক্ষে ‘আক্ষেপ’ রয়ে গেছে ৭ বারের ব্যালন ডি’ অর জয়ী তারকার।
আর্জেন্টিনার জার্সিতে শিরোপা বারবার ধরা দিয়েও প্রতারণা করেছে মেসির সঙ্গে। একের পর এক ফাইনালে হারের পর জাতীয় দল থেকে অবসরও নিয়ে ফেলেছিলেন আর্জেন্টাইন সুপরস্টার। কিন্তু ফুটবলের টানে ফিরেছেন ফের।
২০২১ সালে কোপা আমেরিকা জয় মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক শিরোপা জেতার পর থেকেই জাতীয় দলের জার্সিতে মেসি অপ্রতিরোধ্য। অধিনায়কের অনুপ্রেরণায় আর্জেন্টিনা দলটিও আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ। কাতারে তাই শিরোপা সম্ভাবনায় মেসির আর্জেন্টিনা আছে শুরুর দিকেই।
লা লিগায় ৫২০ ম্যাচে ৪৭৪ গোল নিয়ে মেসিই লিগের সর্বোকালের সর্বোচ্চ গোলদাতা। ক্লাবটির হয়ে জিতেছেন ১০টি লা লিগার শিরোপা, ৭টি কোপা দেল রে ও ৪টি চ্যাম্পিয়ন্স লিগসহ অসংখ্য শিরোপা।
আরও পড়ুন: বিতর্কিত সাক্ষাৎকারের পর প্রথমবার গণমাধ্যমে মুখ খুললেন রোনালদো
আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ১৬৪টি ম্যাচ খেলেছেন মেসি। আকাশি-সাদা জার্সিতে তার চেয়ে বেশি ম্যাচ খেলেনই আর কেউই। গোল করার দিক দিয়েও দক্ষিণ আমেরিকা অঞ্চলে সবার সেরা তিনিই। ৯০ গোল নিয়ে এখনো খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয় স্থানে তিনি। ১৯১ ম্যাচে ১১৭ গোল নিয়ে আন্তর্জাতিক ফুটবলে পুরুষ খেলোয়াড়দের মধ্যেই সর্বোচ্চ গোলদাতা তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।
আরও পড়ুন: মারাত্মক চোট নিয়েই বিশ্বকাপে খেলতে নামছেন মেসি!
তবে সৌদি আরবের বিপক্ষে এখনো গোল পাননি মেসি। যদিও আরব দেশটির বিপক্ষে এর আগে মাত্র একটি ম্যাচই খেলেছেন ফুটবলের খুদে জাদুকর। তবে দুই দলের ৪ দেখায় সৌদি আরবের জালে এ পর্যন্ত ৭ গোল করেছে আলবিসেলেস্তেরা। বিপরীতে আর্জেন্টির জালে ৩ গোল দিয়েছে সৌদি আরব। এই দুই দলের প্রথম দেখা হয় ১৯৮৮ সালে।
]]>