বাংলাদেশ

সৌদির হয়ে গোয়েন্দাগিরি, টুইটারের সাবেক কর্মীর কারাদণ্ড

<![CDATA[

সৌদি আরবের হয়ে গোয়েন্দাগিরির দায়ে অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের সাবেক এক পরিচালককে সাড়ে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের এক আদালত এ দণ্ডাদেশ দেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, আহমেদ আবুয়ামু নামে টুইটারে সাবেক ওই ব্যবস্থাপক কয়েক বছর আগে টুইটারে বিভিন্ন ব্যবহারাকারীদের স্পর্শকাতর তথ্য সৌদি কর্তৃপক্ষের কাছে পাচার করেছিলেন। যার ফলে বেশ কয়েকজন ব্যবহারকারীকে সৌদি সরকারের বিচারে মুখোমুখি হতে হয়েছিল।

গত আগস্ট মাসে যুক্তরাষ্ট্রেরে সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালত আহমেদ আবুয়ামু দোষী সাব্যস্ত করে। সে সময় কৌসুঁলিরা আবুয়ামুকে সাত বছরের কারাদণ্ড দিতে আদালতের কাছে আরজি জানান। আদালতকে তারা বলেছিলেন, তার প্রযুক্তি এবং সামাজিকটুইটার  যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীদের তথ্য বিক্রি বন্ধ করতে দোষীদের কঠোর শাস্তি চান। তবে আদালত সাড়ে ৩ বছর কারাদণ্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন: মাস্কের বিমানের ওপর নজরদারি করত টুইটারের বট অ্যাকাউন্ট

আবুয়ামুর আইনজীবী আদালতের কাছে আরজি পেশ করেন যেন, আবুয়ামকে তার সিয়াটলের বাড়িতে প্রবেশনারি প্রিজনার হিসেবে রাখা হয়। কারণ হিসেবে তিনি আবুয়ামুর স্বাস্থ্যগত অবস্থা আমলে নেয়ার অনুরোধ করেন। প্রবেশনারি প্রিজন হলো এমন ব্যবস্থা যেখানে, অপরাধী একজন তত্ত্বাবধায়কের অধীনে নিজ বাড়িতেই বন্দি জীবন যাপন করেন। যেখানে নির্দিষ্ট কারা মেয়াদ থাকে না। তত্ত্বাবধায়ক সন্তুষ্ট হলে তার শাস্তি রদ করা হয়।

আবুয়ামু ২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে সৌদি কর্তৃপক্ষকে বিভিন্ন তথ্য সরবরাহ করেছেন। এর বিনিময়ে তিনি সৌদির কাছ থেকে ৪২ হাজার ডলার মূল্যের একটি ঘড়ি এবং দুই দফায় ১ লাখ ডলার করে নগদ অর্থ পেয়েছেন।   

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!