বাংলাদেশ

সৌদি আরবে প্রথমবার উদযাপিত হলো হ্যালোইন উৎসব

<![CDATA[

সৌদি আরবে প্রথমবার উদযাপিত হয়েছে হ্যালোইন উৎসব। গত বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ও শুক্রবার (২৮ অক্টোবর) রিয়াদের একটি বিনোদনকেন্দ্রে আয়োজন করা হয় কস্টিউম পার্টির। ‘ভয়ংকর পোশাক’ পরার শর্তে বিনোদনকেন্দ্রটিতে দর্শনার্থীদের বিনামূল্যে প্রবেশ করতে দেয়া হয়।

‘মৃত আত্মাদের স্মরণে’ প্রতি বছর অক্টোবরের শেষে ইউরোপ, আমেরিকারসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয় হ্যালোইন উৎসব। তবে পারস্য উপসাগরীয় দেশগুলোতে দীর্ঘদিন ধরেই হ্যালোইন উৎসব তেমন দেখা যায়নি।  

এবার সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি বিনোদনকেন্দ্রে এমন উৎসবের আয়োজন করা হয়। প্রথমবার অনুষ্ঠিত এ আয়োজনে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অনেকে।  

আরও পড়ুন: সিউলে হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে মৃত্যু বেড়ে ১৫১

উৎসবে উত্তর আমেরিকার পৌরাণিক প্রাণী ওয়েন্ডিগোর আদলে একটি পোশাক পরে এসেছিলেন আবদুল রহমান নামে এক ব্যক্তি। নিজের দেশে প্রথমবারের মতো হ্যালোইন উৎসব উদযাপন করতে পেরে খুশি তিনি। সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজকে তিনি জানান, ভিন্নধর্মী এ আয়োজনে অংশ নিতে পেরে সবাই বেশ আনন্দিত। 

চমৎকার এ আয়োজনে অনেকেই এসেছিলেন পরিবার পরিজনের সঙ্গে। এদের মাঝে কেউ পরেন চিকিৎসকের পোশাক, কেউবা নার্সের এ্যাপ্রোন। এমনকি শিশুদের পরনেও ছিল ভয়ংকর সব ডাইনির পোশাক। বিচিত্র সব আতশবাজির ঝলকানি, শব্দের ঝংকার আর ভুতুড়ে সাজসজ্জার মধ্য দিয়ে শেষ হয়েছে দুই দিনের এ উৎসব।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!