বিনোদন
সৌদি আরব গেলেন সেনাপ্রধান
<![CDATA[
সৌদি আরবের ন্যাশনাল গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে দেশটি সফরে গেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।
আয়োজক কমিটির সভাপতি আব্দুল আজিজ বিন তুর্কি আল ফয়সালের আমন্ত্রণে তিনি সৌদি আরব গেলেন।
আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সফরকালে সেনাপ্রধান সৌদি আরবের রিয়াদ শহরে অনুষ্ঠিত সৌদি ন্যাশনাল গেমসের উদ্বোধনী অনুষ্ঠান (২৮ অক্টোবর) ও বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অবলোকন করবেন।
আরও পড়ুন: সেনাবাহিনীকে আধুনিকায়ন করা হচ্ছে: সেনাপ্রধান
সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ৩০ অক্টোবর দেশে ফিরবেন।
]]>




