সৌরভ গাঙ্গুলিকে বিসিসিআই থেকে বাদ দেয়ায় ভীষণ কষ্ট পেয়েছি: মমতা
<![CDATA[
সৌরভ গাঙ্গুলিকে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) থেকে অন্যায়ভাবে বাদ দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করবো সৌরভকে যাতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতির জন্য মনোনয়ন দেয়া হয়। সৌরভ গাঙ্গুলিকে বাদ দেয়া অত্যন্ত দুঃখজনক এবং আমি ভীষণ কষ্ট পেয়েছি।
সোমবার (১৭ অক্টোবর) বিকেলে শিলিগুড়ি যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন মমতা।
আরও পড়ুন: না ফেরার দেশে ওআরএস উদ্ভাবক ড. দিলীপ
সৌরভ গাঙ্গুলির ভূয়সী প্রশংসা করে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, সৌরভ গাঙ্গুলি একমাত্র যোগ্য প্রার্থী। তাকে বাদ দিয়ে অমিত স্যারের ছেলেকে বোর্ডে রাখা হয়েছে। আমি অনুরোধ করব বিষয়টি নিয়ে রাজনীতি না করার। পুরো বিষয়টি জেনে আমি ভীষণ মর্মাহত।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির পর থেকে সৌরভ গাঙ্গুলিকে বাদ দেয়া হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায় পশ্চিমবঙ্গের ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি হিসেবে নির্বাচনে লড়বেন বলেও জানিয়েছেন।
]]>




