খেলা

স্ক্রিনশট নেয়া বন্ধ করল হোয়াটসঅ্যাপ

<![CDATA[

হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তার স্ক্রিনশট নেন অনেকেই। কেউ মজার ছলে কিংবা প্রয়োজনে, কেউ আবার অন্যকে বিপদে ফেলার জন্য ব্যবহার করেন স্ক্রিনশট। তবে স্ক্রিনশটের নেতিবাচক ব্যবহার এড়াতে নতুন উদ্যোগ নিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

এ সংক্রান্ত সমস্যা সমাধানে সম্প্রতি ‘ভিউ ওয়ানস’ সুবিধা চালু করে হোয়াটসঅ্যাপ। ভিউ ওয়ানস সুবিধা ব্যবহার করে নির্দিষ্ট ব্যক্তিকে পাঠানো বার্তা একবার দেখলেই মুছে যায়।  

তবে মুছে যাওয়ার আগে বার্তাগুলোর স্ক্রিনশট নেয়া যায়। সেই সমস্যা সমাধানে এবার ভিউ ওয়ানস বার্তার স্ক্রিনশট বন্ধে নতুন টুল চালু করছে হোয়াটসঅ্যাপ। খবর টাইমস অব ইন্ডিয়ার। 

ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তার সুরক্ষায় হোয়াটসঅ্যাপ এরই মধ্যে নতুন এ টুলসহ বেটা সংস্করণ তৈরি করেছে। আর বেটা সংস্করণ ব্যবহারকারীদের ওপর টুলটির কার্যকারিতা যাচাইও শুরু করেছে হোয়াটসঅ্যাপ। 

আরও পড়ুন: ফের সুখবর দিল হোয়াটসঅ্যাপ, আসছে একাধিক ফিচার

টুলটি চালু হলে হোয়াটসঅ্যাপে ভিউ ওয়ানস বার্তার স্ক্রিনশট নিতে গেলে ‘ক্যান্ট টেক স্ক্রিনশটস ডিউ টু সিকিউরিটি পলিসি’ বার্তা দেখা যাবে। অন্য কোনো সফটওয়্যার বা অ্যাপের মাধ্যমে স্ক্রিনশট নিলেও বার্তাগুলো কালো হয়ে যাবে। ফলে বার্তার তথ্য দেখা যাবে না। 

যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রযুক্তি সংস্থা মেটার অধীনে থাকা আরেক অ্যাপ মেসেঞ্জারে কোনো বার্তার স্ক্রিনশট নেয়া হলে ব্যবহারকারীকে সেই তথ্য জানিয়ে দেয় ফেসবুক। তবে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট নেয়ার চেষ্টা করলে ব্যবহারকারীকে তা জানানোর ব্যবস্থা এখনও চালু হয়নি। 

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!