বাংলাদেশ

স্টকহোমে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদ্‌যাপন

<![CDATA[

সুইডেনের রাজধানী স্টকহোমে বাংলাদেশ দূতাবাসে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদ্‌যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে স্থানীয় সময় শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে শুরুতে দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত মেহ্‌দী হাসান জাতীয় পতাকা উত্তোলন করেন।

দিনের দ্বিতীয় ভাগে দূতাবাস প্রাঙ্গণে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারী এবং কমিউনিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

দ্বিতীয় পর্বের অনুষ্ঠানের শুরুতে প্রথমে পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হয়। এরপর মহান বিজয় দিবস উপলক্ষে উপস্থিত সবাই সমবেত স্বরে জাতীয় সংগীত পরিবেশন করেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণীসমূহ পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা।

আরও পড়ুন: প্যারিসে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন

রাষ্ট্রদূত মেহ্‌দী হাসান তার বক্তব্যে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সব শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্ব ও দিকনির্দেশনায় বাংলাদেশের অধিকারবঞ্চিত মানুষ দীর্ঘ নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জন করে চূড়ান্ত বিজয় এবং জন্ম হয় বাংলাদেশের। সদ্য স্বাধীন দেশে বঙ্গবন্ধু দেশের মানুষের অর্থনৈতিক ও সামাজিক মুক্তির জন্য সংগ্রাম শুরু করেছিলেন।

আরও পড়ুন: প্যারিসে উড়ল বিস্ময়কর ‘উড়ন্ত ট্যাক্সি’

রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথ ধরে তারই সুযোগ্যা কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ রূপকল্প-২০২১ অনুযায়ী একটি উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে এবং রূপকল্প-২০৪১ অনুযায়ী উন্নত-সমৃদ্ধ দেশ হওয়ার পথে এগিয়ে চলেছে। রাষ্ট্রদূত মহান বিজয় দিবসের চেতনাকে হৃদয়ে ধারণ করে সে লক্ষ্যে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানান।

আলোচনা অনুষ্ঠান শেষে সবার অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!