বিনোদন

‘স্তন ক্যানসারে আক্রান্ত ৭০ ভাগ নারীরই মৃত্যু হচ্ছে’

<![CDATA[

বাংলাদেশের শতকরা ১২ দশমিক ৬ ভাগ নারী স্তন ক্যানসারে আক্রান্ত হচ্ছেন এবং আক্রান্ত নারীদের ৭০ শতাংশই মৃত্যুবরণ করছেন। মূলত রোগীদের সচেতনতার অভাব ও ক্যানসারের ব্যয়বহুল চিকিৎসার জন্য স্তন ক্যানসারে নারী মৃত্যুর বিষয়টি দেশের জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে তৃণমূল পর্যায়ে নারীদের স্তন ক্যানসারের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা গেলে মৃত্যুর হার কমে আসবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে স্তন ক্যানসার নিয়ে অনুষ্ঠিত সেমিনারে এ তথ্য জানানো হয়।

দি ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজিত এ সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাইনি অনকোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. সাবেরা খাতুন, ডা. রহিমা খাতুন, রোটারী ক্লাব অব মেট্রোপলিটন রংপুরের প্রেসিডেন্ট ডা. ফ্লোরা শাহীন আক্তার, ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. স্বপন কুমার নাথ ও গাইনি বিশেষজ্ঞ ডা. সমর্পিতা ঘোষ তানিয়া।

আরও পড়ুন: দেশে প্রতিবছর স্তন ক্যানসারে মারা যান ৬৭৮৩ নারী

প্রবন্ধে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, দি ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশন স্তন ক্যানসার বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও চিকিৎসা পদ্ধতি নিয়ে সেমিনার, সচেতনতা কর্মসূচি, কর্মশালা, লিফলেট বিতরণ, স্বাস্থ্যসেবা ক্যাম্প, চিকিৎসাসেবা নিশ্চিতকরণে পদপেক্ষ গ্রহণ, নারীদের স্তন ক্যানসার বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রদানসহ প্রতিটি জেলায় স্তন ক্যানসার সচেতনতা কর্মসূচি বাস্তবায়ন নিয়ে কাজ করছে।

দি ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অতিরিক্ত কর কমিশনার আয়েশা সিদ্দিকা শেলীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন রংপুর কর কমিশনার মোহাম্মদ আবুল কালাম। বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার আসমা সিদ্দিকা মিলি। এতে রোটারী ক্লাব, ইনার হুইল ক্লাবের কর্মকর্তা ছাড়াও রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!