স্ত্রীর বিরুদ্ধে আরজে কিবরিয়ার জিডি
<![CDATA[
কক্সবাজারে বেড়াতে এসে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জনপ্রিয় রেডিও জকি ও ইউটিউবার গোলাম কিবরিয়া সরকার।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে স্ত্রীর বিরুদ্ধে তিনি এ জিডি করেন। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মো. রফিকুল ইসলাম জানান, বুধবার স্ত্রীকে নিয়ে কক্সবাজারে বেড়াতে যান আরজে কিবরিয়া। সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় আরজে কিবরিয়া স্ত্রীকে নিয়ে ওঠেন কক্সবাজারের সাইমন হোটেলে।
আরও পড়ুন: অতনুর নির্দেশনায় শহীদুজ্জামান সেলিম ও সাবেরী আলম
দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি হলে প্রথমে ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে এ ঘটনায় থানায় জিডি করেন তিনি।
এ বিষয়ে আর জে কিবরিয়ার মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। তার ফেসবুকের মেসেঞ্জারে নক করলেও কোনো সাড়া মেলেনি।
]]>




