‘স্ত্রীর সঙ্গে অভিমান’ করে আত্মহত্যা
<![CDATA[
রাজধানীর দোলাইপাড়ে একটি বাসা থেকে রাফি (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ সেপ্টম্বর) বেলা ৩টার দিকে ৫৪নং পশ্চিম ধোলাইপাড়ের চতুর্থ তলার বাসা থেকে মরদরহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
রাফির বাড়ি কদমতলির পূর্ব দোলাইপাড় এলাকায়। একটি লাইট ফ্যাক্টরিতে কাজ করতেন তিনি। ধারণা করা হচ্ছে, স্ত্রী আফসানার সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন।
আরও পড়ুন: ঢামেকে চিকিৎসাধীন রনির মৃত্যু
শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, রাফি ৭/৮ মাস আগে বিয়ে করেছেন। এরপর থেকে শ্বশুরবাড়িতে থাকতেন তিনি। স্ত্রী আফসানার সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাসার ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় রাফির মরদেহ পাওয়া যায় বলেও জানান সাইফুল ইসলাম।
]]>




