স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
<![CDATA[
স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রেজাউল করিম জাহিদকে (৩৪) ১৫ বছর পর গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের বালুর মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করে জামালপুর র্যাব- ১৪। তিনি জামালপুর শহরের কম্পপুর ব্যাপারি পাড়ার মো. হালিম ব্যাপারির ছেলে।
বুধবার (২৫ জানুয়ারি) র্যাব-১৪’র সিপিসি-১ জামালপুরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রেজাউল করিম স্ত্রীকে নিয়ে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা এলাকায় বসবাস করতেন। পারিবারিক কলহের জেরে স্ত্রীকে নানা সময়ে নির্যাতন করতেন। ঘটনার দিন কলহের জেরে স্ত্রীকে মাথায় লাথি মারলে দেয়ালের সঙ্গে আঘাতপ্রাপ্ত হয়। এতে ঘটনাস্থলেই তার স্ত্রীর মৃত্যু হয়।’
আরও পড়ুন: কুমিল্লায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর ফাঁসি
এ ঘটনায় কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহিদুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী অফিসার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে পেনাল কোড- ১৮৬০ এর ৩০২ ধারায় বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৮ম আদালত আসামি রেজাউল করিম জাহিদকে পেনাল কোড-৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। মামলার ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান।
দীর্ঘ ১৫ বছর আত্মগোপনে থাকা অবস্থায় তিনি দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন পরিচয়ে শ্রমিক এবং দিনমজুর পেশায় নিয়োজিত ছিলেন। পরবর্তীতে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে তার অবস্থান নিশ্চিত করে জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল মঙ্গলবার ভোরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন বালুর মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
আরও পড়ুন: স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন ও স্বামী হত্যায় স্ত্রী খালাস
স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল হত্যাকাণ্ডের বিবৃতি দেয় এবং সত্যতা স্বীকার করে। বুধবার কেরানীগঞ্জ থানা থেকে তাকে জামালপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।’
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, ‘গ্রেফতার আসামিকে বুধবার আদালতে তোলা হয়েছে। আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছে।’
]]>