স্থগিত হলো চেলসি-লিভারপুল, ম্যানইউ-লিডস ম্যাচ
<![CDATA[
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে যুক্তরাজ্যজুড়ে এখন শোকের মাতম। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনেও। তার প্রতি শ্রদ্ধা জানাতে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ স্থগিত করেছে সামনের সপ্তাহের সব ম্যাচ। এবার রানির শেষকৃত্য সামনে রেখে রোববার (১৮ সেপ্টেম্বর) লিভারপুল-চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড-লিডস ইউনাইটেড ম্যাচ স্থগিত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। সোমবার (১২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে খবরটি জানিয়েছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।
এ সপ্তাহে স্থগিত হয়েছে আরও একটি ম্যাচ। তবে তা রানির শেষকৃত্যের জন্য নয়। রেল ধর্মঘটের কারণে ব্রাইটন-ক্রিস্টাল প্যালেসের মধ্যকার ম্যাচটি আগেই স্থগিত করা হয়েছে। পরে ধর্মঘট তুলে নিলেও নতুন করে ম্যাচটির দিন তারিখ ঠিক করা হয়নি।
তবে ১৬ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে প্রিমিয়ার লিগের অন্যান্য ম্যাচগুলো যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে লিগ কর্তৃপক্ষ। ১৯ সেপ্টেম্বর রানি এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এই শেষকৃত্যে পুলিশের ওপর অত্যধিক চাপ থাকবে, তাই লিভারপুল-চেলসির হাইভোল্টেজ ম্যাচ ও ম্যানচেস্টার ইউনাইতেদ-লিডস ম্যাচ দুটি স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন:পুরো মাসজুড়েই স্থগিত থাকতে পারে প্রিমিয়ার লিগের ম্যাচ
প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের সে বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্লাব, পুলিশ এবং অন্যান্য প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পর তিনটি ম্যাচ স্থগিত করা ছাড়া আর কোনো উপায় দেখছি না আমরা। এই জাতীয় শোকের সময় যেসব ম্যাচ অনুষ্ঠিত হবে, সেখানে রানিকে শ্রদ্ধা জানানো হবে। স্থগিত ম্যাচগুলোর অনুষ্ঠিত হওয়ার সময় পরে জানানো হবে।’
উল্লেখ্য, রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর গত সপ্তাহে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ইংল্যান্ড, স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও ওয়েলসে সব রকমের ফুটবল ম্যাচ স্থগিত করা হয়।
ইংল্যান্ডের ইতিহাসে দীর্ঘতম সময় সিংহাসনে থাকা রানির শেষকৃত্য উপলক্ষে এ সপ্তাহে লন্ডন পুলিশের অনেক তৎপরতা থাকবে, এ কারণে স্থগিত করা হয়েছে ইউরোপা লিগে আর্সেনাল বনাম পিএসভি আইন্দহভেনের মধ্যকার ম্যাচটি।
]]>




