বাংলাদেশ

স্পেন বিজয় উদযাপনে উল্লাসে মেতেছে মরক্কোর সমর্থকরা

<![CDATA[

স্পেনকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠায় বুনো উল্লাসে মেতেছে মরক্কো সমর্থকরা। স্টেডিয়াম থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রান্তে মরক্কো ফুটবল ভক্তরা নেচে গেয়ে উদযাপন করেছে এমন ঐতিহাসিক জয়। অন্যদিকে, মরক্কোর কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়ায় হতাশ স্পেন সমর্থকরা।

১২ বছর আগে শেষবার দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ঘানা, আফ্রিকান কোন দেশ হিসেবে উঠেছিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। এক যুগ পর ফের আফ্রিকান কোনো দেশ হিসেবে মরোক্কো উঠল বিশ্বকাপের শীর্ষ আটে। তাও স্পেনের মতো ইউরোপিয়ান শক্তিশালী দলকে হারিয়ে। আর তাইতো এমন বুনো উল্লাস মরোক্কো সমর্থকদের।

১৯৭০ বিশ্বকাপে প্রথম অংশ নেয়া মরোক্কো এর আগে কখনোই খেলেনি কোয়ার্টার ফাইনালে। কাতার বিশ্বকাপ যেন আশীর্বাদ হয়ে আসলো দেশটির জন্য। একমাত্র আরব-আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের মঞ্চে মরোক্কোর এমন অর্জনে খুশিতে আত্মহারা মুসলিম দেশগুলোও। এমন সাফল্যে আবেগাপ্লুত ভক্তরা।

আরও পড়ুন:স্পেনকে পেনাল্টি শুটআউটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো

হাড্ডাহাড্ডি লড়াই শেষে পেনাল্টি শুটআউটে স্পেনকে হারিয়েছে মরোক্কো। ম্যাচ জয়ের পর এডুকেশন সিটি থেকে শুরু করে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রিয় দলের জয় উদযাপন করেছেন সমর্থকরা। নেচে গেয়ে উল্লাসে মাতোয়ারা সবাই। আতশবাজির ঝলকানিতে যেনো জানান দিচ্ছে এ আনন্দ থামার নয়।

টাইব্রেকারে জোড়া শট ঠেকিয়েছেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বৌনো। ম্যাচ জিতে তাই মরোক্কান সমর্থকরা ধন্যবাদ দিচ্ছে লা লিগার দল সেভিয়ায় খেলা এই গোলরক্ষককে। এক সমর্থকের ভাষায়, ‘আমি খুবই খুশি এংব গর্বিত মরক্কোকে নিয়ে। ওরা স্পেনের বিপক্ষে অনেক ভালো খেলেছে। আমি খুব উপরভোগ করেছি। মরক্কো দলকে অনেক ধন্যবাদ। বিশেষ করে বৌনোকে ধন্যবাদ জানাই। ম্যাচটা আমাদের করে দেয়ার জন্য।’

 

প্রতিবেশী স্পেনের সঙ্গে মরোক্কানদের সম্পর্কটা কখনো মিষ্টি তো কখনো তিক্ততায় মাখা। আছে সীমান্ত বিরোধ। ঐতিহাসিকভাবেও জড়িত দুদেশের রাজনীতি। ম্যাচের আগে স্প্যানিশরা আশা করেছিল সহজ জয়। সমর্থকদের কাছে তাই শুনতে হয়েছে নানা কথা। এক সমর্থক বলেন, ‘স্পেন আমাদের নিয়ে অনেক সময় সমালোচনা করেছে। আমি মনে করি তার উচিৎ জবাব আমরা দিয়েছি। মরোক্কো খুব ভালো খেলেছে। আশা করছি ওরা ফাইনাল খেলবে।’

আরও পড়ুন:স্পেনকে হারিয়ে ফিলিস্তিনের পতাকা নিয়ে উদযাপন করল মরক্কো

এদিকে, মরোক্কোর বিপক্ষে হার কিছুতেই মানতে পারছেন না স্পেন সমর্থকরা। দল ভালো খেললেও এভাবে হারা ঠিক হয়নি বলে মনে করেন স্প্যানিশ ভক্তরা। অনেকে দুষছেন কোচ লুই এনরিককে, ‘স্পেন অনেক ভালো খেলেছে। তবে, হতাশ লাগছে এটা ভেবে যে, মরোক্কোর মতো কম শক্তিসম্পন্ন একটা দলের কাছে তারা হেরেছে। ম্যাচটা আমাদের জেতা উচিৎ ছিল।’

আরেক সমর্থক মনে করেন পেনাল্টি নিয়ে পর্যাপ্ত কাজ না করাতেই এই ভরাডুবি। তিনি বলেন, ‘লুই এনরিকে বলেছিলো তারা পেনাল্টি নিয়ে কাজ করেনি খুব একটা। আর সেটার ফলাফল তো আমরা দেখতেই পেলাম।’

আফ্রিকার চতুর্থ কোনো দেশ হিসেবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নাম লেখিয়েছে মরোক্কো।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!