স্বতন্ত্র প্রার্থীর স্ত্রী বলছেন নিখোঁজ, পুলিশের দাবি আত্মগোপনে
<![CDATA[
ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে নানা নাটকীয়তা চলছে। একদিকে ক্ষমতাসীন আওয়ামীলীগ বিএনপি থেকে পদত্যাগী সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঞাকে নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। অন্যদিকে সাত্তারের অন্যতম প্রতিদ্বন্দ্বী আবু আসিফ আহামেদ চারদিন ধরে নিখোঁজ রয়েছেন।
ভোটের মাঠে পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির প্রার্থীও। তবে রিটার্নিং কর্মকর্তা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, আসিফ নিখোঁজ নন। তিনি আত্মগোপনে রয়েছেন। শিগগিরই এ রহস্য উন্মোচন করা হবে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আজ মধ্যরাতে শেষ হচ্ছে নির্বাচনী প্রচার প্রচারণা। তবে শেষ মুহূর্তে প্রার্থী সমর্থকরা নির্বাচনী মাঠে প্রচারণায় ব্যস্ত থাকার কথা থাকলেও ঘটছে উল্টো। প্রার্থী সমর্থকরা ভোটের মাঠে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
ভোটের মাঠে স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা বিএনপির বহিষ্কৃত সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু আসিফ আহমেদ চারদিন ধরে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেন তার স্ত্রী মেহেরুন্নেচ্ছা।
আরও পড়ুন: ‘সাত্তারকে ডাস্টবিনে ছুড়ল বিএনপি, পাশে দাঁড়ালেন শেখ হাসিনা’
তিনি অভিযোগ করে বলেন, তার স্বামী শুক্রবার (২৭ জানুয়ারি) থেকে নিখোঁজ রয়েছেন। তিনি কোথায় আছেন, তাও তিনি জানেন না। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থীর এই সহধর্মীনি।
এদিকে একই শঙ্কার কথা জানান জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুল হামিদ (ভাসানী)।
তিনি জানান, গত দুইদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে আমার কর্মীদের কাছে এজেন্টদের নামের তালিকা চাওয়া হচ্ছে। ভয় ভীতি দেখানো হচ্ছে। ভোটের মাঠ এখন অস্বাভাবিক। তিনি ভোটের মাঠের সমতা ফিরিয়ে আনার দাবী জানিয়েছেন।
তবে ক্ষমতাসীন দলের একাধিক এমপি সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোটের মাঠে পাশে থাকায় জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির পদত্যাগী সংসদ সদস্য ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূঞা। তিনি বলেন, জনগণ পাশে আছে আমার জয় সুনিশ্চিত।
আরও পড়ুন: সাত্তারের পাশে আ.লীগ দাঁড়ানোর নেপথ্যে
এদিকে নির্বাচনী মাঠের সার্বিক অবস্থা তুলে ধরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলম জানান, কোনো প্রার্থী নিখোঁজের বিষয়টি আমাদের জানা নেই। এ বিষয়ে কেউ কোনো অভিযোগও করেনি।
অন্যদিকে পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, নির্বাচনের কৌশলগত কারণে তিনি আত্মগোপনের পথ বেছে নিয়ে থাকতে পারেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বুধবার (১ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের মোট ১৭টি ইউনিয়নে ১৩২টি ভোটকেন্দ্রে মোট ৩ লাখ ৭৩ হাজার ৩১৩ জন ভোটার ইভিএম এ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
]]>




