খেলা
স্বপ্নতে গরুর মাংস ও ডিমে অবিশ্বাস্য ছাড়
<![CDATA[
দামে দিশেহারা ক্রেতাদের জন্য স্বস্তির বাজারদর নিয়ে হাজির হলো দেশের জনপ্রিয় সুপারশপ ‘স্বপ্ন’। বাজারে যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে, সে সময় গরুর মংস, ডিমসহ প্রয়োজনীয় অনেক পণ্যে অবিশ্বাস্য ছাড় দিচ্ছে সুপারশপটি ।
সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে দেশের অন্যতম সুপারশপ ‘স্বপ্ন’।
স্বপ্ন জানায়, ৫ জানুয়ারি বৃহস্পতিবার থেকে গরুর মাংস ৬৪০ টাকা কেজিতে (যা বাজারে এখন ৭০০ টাকা) এবং ডিমের ডজন ১০৫ টাকায় (যা বাজারে এখন ১১৫ টাকা) পাওয়া যাবে ঢাকা এবং কুমিল্লার স্বপ্নের সব আউটলেটে।
এ ছাড়া লবণ, আটা, ময়দা, মিনিকেট চাল, অলিভ অয়েলসহ নানান পণ্যে জানুয়ারি মাসজুড়ে থাকছে সেরা অফার।
সাধারণ ক্রেতার সুবিধার্থে স্বপ্ন আউটলেট থেকে প্রতি ক্রেতা গরুর মাংস ৫ কেজি এবং ডিম ১ ডজন করে কিনতে পারবেন।
]]>