স্বপ্ন ছিল রিয়াল মাদ্রিদে খেলার, কেন বার্সায় লেভানদোভস্কি?
<![CDATA[
বরুশিয়া ডর্টমুন্ড ও বায়ার্ন মিউনিখে থাকাবস্থায় বেশ কয়েকবার কথা হয়েছে রিয়াল মাদ্রিদের সঙ্গে। রবার্ট লেভানদোভস্কির স্বপ্ন ছিল লস ব্লাঙ্কোসদের হয়ে খেলার। কিন্তু শেষমেশ তিনি খেলছেন কিনা রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বীদের হয়ে। স্বপ্ন বার্নাব্যুতে হলেও, কেন বার্সেলোনায় গেলেন এ পোলিশ তারকা, সে উত্তর দিয়েছেন নিজেই।
রিয়াল মাদ্রিদের সঙ্গে যোগাযোগের বিষয়ে ২০১৮ সালে লেভানদোভস্কি স্পোর্টওয়ানকে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘রিয়াল মাদ্রিদের সঙ্গে কথা হয়েছে। তবে কোনো বিষয় চূড়ান্ত হয়নি।’
সে সময় তার এক বায়ার্ন সতীর্থ স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে বলেছিলেন, ‘লেভানদোভস্কির স্বপ্ন রিয়াল মাদ্রিদের হয়ে খেলা।’
লেভানদোভস্কির রিয়াল মাদ্রিদে যোগ দিতে চাওয়ার বিষয়টি বেশ কয়েকবারই গণমাধ্যমে এসেছে। বিশেষ করে বরুশিয়া ডর্টমুন্ডে থাকতে ২০১৩ সালে রিয়ালের সঙ্গে তার যোগাযোগের বিষয়টি প্রকাশ পেয়েছিল ছবিসহ। এরপর বায়ার্ন মিউনিখে থাকাকালেও তিনি বেশ কয়েকবার যোগাযোগ করেন রিয়ালের সঙ্গে।
আরও পড়ুন: হামজা হতে পারে বাংলাদেশের জন্য ‘আলোক-সংকেত’: ওয়াটফোর্ড কোচ
দুই পক্ষের মধ্যে চুক্তি প্রায় চূড়ান্ত হতে গিয়েও হয়নি। চুক্তির পথে অবশ্য বাধা হয়ে দাঁড়িয়েছিল বায়ার্ন মিউনিখ। জার্মান এ ক্লাবটি লেভানদোভস্কিকে ছাড়তে কখনো রাজি ছিল না। পোলিশ এ তারকার পীড়াপীড়িতেই শেষ পর্যন্ত তাকে ছাড়তে বাধ্য হয় ক্লাবটি। কিন্তু স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে না গিয়ে কেন বার্সেলোনায় গেলেন লেভানদোভস্কি?
এ বিষয়ে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমাকে পাওয়ার জন্য বার্সেলোনা কতটা উদগ্রীব ছিল, সেটা আমি দেখেছি। আমি জানি, রিয়ালের সঙ্গে আমার আগে যতবার দলবদল নিয়ে যোগাযোগ হয়েছে, তার চেয়েও বেশি বাস্তবসম্মত ছিল বার্সার সঙ্গে এ যোগাযোগ।’
আরও পড়ুন: স্পেনের ১৫ নারী ফুটবলারের জাতীয় দল ছাড়ার হুমকি
বার্সেলোনায় তিনি ভালো আছেন জানিয়ে বলেন, ‘এটা এতটা খারাপ নয়, যতটা আমি আশা করেছিলাম। মানুষ আমার গোপনীয়তাকে শ্রদ্ধা করে। স্পেনে বসবাস করা এবং লা লিগায় খেলা সবসময় একটি স্বপ্নের মতো। শুধু খেলার দিক থেকে নয়, ব্যক্তিগত দিক থেকেও।’
গত জুলাইয়ে বার্সেলোনায় যোগ দেয়ার পর থেকে ৮ ম্যাচে ১১ গোলের দেখা পেয়েছেন লেভানদোভস্কি। এর মধ্যে লা লিগায় ৬ ম্যাচে তার গোলসংখ্যা ৮টি। আর চ্যাম্পিয়ন্স লিগে ২ ম্যাচ খেলে করেছেন ৩ গোল। সব মিলিয়ে নিজের ক্লাব ক্যারিয়ারে ৩৪ বছর বয়সী এ গোলমেশিন ৭৫৬ ম্যাচে ৫৫৩ গোল করেছেন।
]]>




