স্বর্ণ ব্যবসায়ী অর্জুনের খুনিদের গ্রেপ্তারের দাবীতে পরশুরামে মানববন্ধন
পরশুরাম | তারিখঃ November 14th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 54 বার

পরশুরাম প্রতিনিধি->>
সোনাগাজী উপজেলার জমদ্দার বাজারের স্বর্ণ ব্যবসায়ী বাবু অর্জুন চন্দ্র ভাদুড়ীর হত্যার প্রতিবাদে এবং দুস্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পরশুরাম উপজেলা জুয়েলার্স এসোসিয়েশন এর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন পরশুরাম বাজার বনিক সমিতির সভাপতি লোকমানুজ্জামান আল আজাদ, পরশুরাম উপজেলা জুয়েলার্স এসোসিয়েশন সভাপতি দিলিপ বনিক, সাধারন সম্পাদক তারাপ হাজারী গোবিন্দ, উপজেলা পুজা উাযাপন পরিষদের সদস্য শিবু লাল নাথ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক কামানা শীষ চক্রবর্ত্তী, উপজেলা জুয়েলার্স সমিতির সহ সাধারন সম্পাদক গৌতম কমর্কার প্রমূখ।
বক্তারা হুসিয়ারি দিয়ে বলেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে বাবু অর্জুন চন্দ্র ভাদুড়ীর খুনিদের গ্রেপ্তার করতে হবে, অন্যথায় প্রতিবাদ সভা, মানববন্ধনসহ আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।