স্বামীকে নিয়ে মাহির আবেগঘন পোস্ট
<![CDATA[
শোবিজ অঙ্গনে বিচ্ছেদ নিয়ে খুব চর্চা হচ্ছে। সম্প্রতি রাজ ও পরীর সংসারেও ভাঙনের সুর। আর সেই সাথে জোরালো আলোচনা-সমালোচনা। তবে শোনা যাচ্ছে পরী আবার ফিরেছে সংসারে।
কিন্তু বিচ্ছেদ মনে করেই আবেগঘন স্ট্যাটাস অভিনেত্রী মাহিয়া মাহির। চিত্রনায়িকা মাহি চলচ্চিত্র ক্যারিয়ারের ব্যস্ত সময়ই বিয়ে করে সংসারী হয়েছিলেন। সেই সংসার বেশিদিন স্থায়ী হয়নি। এরপর ফের বিয়ে করে নতুন সংসারে সুখের দিন পার করছেন এই চিত্রনায়িকা। কিন্তু হঠাৎ কেন দিলেন এমন আবেগঘন স্ট্যাটাস?
আরও পড়ুন: শিলার রহস্যময় স্ট্যাটাসকে ‘অস্বীকার’ করল পরী!
মাহিয়া মাহি তার ফেসবুকে স্বামীকে ইঙ্গিত করে লেখেন, ‘খুব বেশি ভালোবাসা চাই না, শুধু আমার ঘুম না আসা পর্যন্ত আমাকে সঙ্গ দিও, মন খারাপের বিকেলগুলোতে গল্পের ছলে পাশে থেকো, খুব বেশি ভালো না বাসলেও চলবে। শুধু আমার রাগ ভাঙানোর কৌশলটা গোপনে আয়ত্ত করে নিও, টুক টুক করে তো অর্ধেক জীবন পার হয়েই গেল, বাকি কয়েকটা বছর যখন আমার চামড়া কুঁচকে যাবে সেদিন পর্যন্ত না হয় আমার হাতটা ধরে রেখ। বিচ্ছেদের এই শহরে আমরা রয়ে যাব আমৃত্যু।’
আরও পড়ুন: বিনা কর্তনে ছাড়পত্র পেল ‘ব্ল্যাক ওয়ার’
২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহি। এরপর থেকেই সুখের সংসার করছেন এই নায়িকা। প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন তিনি। বিয়ের এক বছরের মাথায় ২০২২ সালের ১২ সেপ্টেম্বর মাহি নিজেই এই সুখবর জানান।
এদিকে রাকিব সরকারের সঙ্গে বিয়ের আগে ২০১৬ সালে ভালোবেসে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেছিলেন মাহি। পাঁচ বছরের সেই সংসার ২০২১ সালে মে মাসে ভেঙে যায়।
]]>