স্বামীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্ত্রী লিজা গ্রেফতার
<![CDATA[
পারিবারিক কলহের জেরে চট্টগ্রামে স্বামীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের পরিবার স্ত্রী লিজা আক্তারকে আসামি করে মামলা করে। পরে লিজা আক্তারকে (২৩) গ্রেফতার করে পুলিশ।
মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে নগরীর বাকলিয়া থানার আব্দুল লতিফ হাটখোলা এলাকার বাসা থেকে লিজা আক্তারকে গ্রেফতারের পর পুলিশ জানিয়েছে, লিজা হত্যার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন।
লিজা তার স্বামী আব্দুস শুক্কুর সোহেলের সঙ্গে ওই বাসায় থাকতেন। তাদের ছয় ও তিন বছর বয়সী দুই মেয়ে আছে।
এর আগে সোমবার রাত সোয়া ১০টায় অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সোহেলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, সোহেলকে মারধরের পর তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন হাসপাতালে নিয়ে যান। এরপর সোহেলের পরিবারকে খবর দেো হয়। কিন্তু বাবা ও ছোট ভাই হাসপাতালে গিয়ে সোহেলকে মৃত অবস্থায় দেখতে পান।
আরও পড়ুন: কর্ণফুলী থেকে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার
মঙ্গলবার তার বাবা আব্দুস সালাম বাদী হয়ে পুত্রবধূ লিজা আক্তারকে আসামি করে একটি মামলা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপরেশন) সাজেদ কামাল বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে লিজাকে জিজ্ঞাসাবাদ করলে কথা এলোমেলো মনে হয়। একপর্যায়ে তিনি খুনের কথা স্বীকার করেন। বলেন, সাংসারিক বিষয়ে ঝগড়ার একপর্যায়ে সোহেলকে শ্বাসরোধ করেন তিনি। এরপর হাসপাতালে নিয়ে গেলে মারা যান সোহেল।
]]>