খেলা

স্বামীকে ‘স্লো পয়জনিংয়ে’ হত্যা, প্রেমিকসহ গ্রেফতার নারী

<![CDATA[

পরকীয়ার জেরে ভারতের মুম্বাইয়ে এক নারীর বিরুদ্ধে তার স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, কথিত প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে অল্প অল্প করে বিষ খাইয়ে (স্লো পয়জনিং) হত্যা করেছেন ওই নারী।

সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, এ ঘটনায় শুক্রবার (২ ডিসেম্বর) রাতে কবিতা নামে ওই নারী ও তার প্রেমিক হিতেশকে আটক করেছে পুলিশ। 

পুলিশ সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, মুম্বাইয়ের সান্তাক্রুজ এলাকার বাসিন্দা কমলাকান্ত বেশ কিছুদিন ধরে পেটের অসুখে ভুগছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে তাকে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। 

আরও পড়ুন: স্ত্রীকে হত্যার ৪০ বছর পর স্বামীর কারাদণ্ড

সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে দেখতে পান, কমলাকান্তের শরীরে আর্সেনিক ও থ্যালিয়ামের পরিমাণ স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ সেপ্টেম্বর মারা যান তিনি। 

এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হলে তদন্তে নামে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। কিছু প্রমাণের ভিত্তিতে কমলাকান্তের স্ত্রী কবিতা ও তার কথিত প্রেমিক হিতেশকে গ্রেফতার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কবিতা তার স্বামীকে হত্যার চাঞ্চল্যকর তথ্য দেন। জানান, হিতেশের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক। এ নিয়ে স্বামী কমলাকান্তের সঙ্গে তার প্রায়ই ঝগড়া হতো। তাই হিতেশের সঙ্গে মিলে স্বামীকে হত্যার পরিকল্পনা করেন তিনি।

পরিকল্পনা অনুযায়ী, প্রতিদিন কমলাকান্তের খাবারে আর্সেনিক মেশাতেন কবিতা। এতে কমলাকান্তের পেটে অসুখ দেখা দেয় এবং একপর্যায়ে বেশি অসুস্থ হলে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।  

এ ঘটনার কয়েক দিন আগে পেটের অসুখে কমলাকান্তের মা মারা যান। তার মৃত্যুর সঙ্গে কবিতা জড়িত কি না, তা নিয়েও তদন্ত করছে মুম্বাই পুলিশ। 

আরও পড়ুন: স্কুল শিক্ষার্থীদের ব্যাগে জন্মনিরোধক, হতবাক শিক্ষক-অভিভাবক

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!