স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ডিসিদের সহায়তা চাওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
<![CDATA[
স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জেলা প্রশাসকদের (ডিসি) সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের অধিবেশন শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
জাহিদ মালেক বলেন, স্বাস্থ্যখাতে অবকাঠামো উন্নয়ন হয়েছে, কিন্তু এখন বড় চ্যালেঞ্জ দেশের প্রতিটি এলাকার স্বাস্থ্যসেবার মান উন্নত করা।
আরও পড়ুন: অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ডিসিদের সতর্ক থাকার নির্দেশ
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের জেলা পর্যায় পর্যন্ত মোটামুটি ঠিক আছে, কিন্তু উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান এখনও উন্নত পর্যায়ে পৌঁছেনি। প্রতিটি উপজেলা হাসপাতালে এক্স-রে, আল্ট্রাসনোগ্রাফি মেশিন রয়েছে। কোথাও কোথাও টেকনেশিয়ান না থাকায় সেগুলোতে একটু সমস্যা হচ্ছে। আবার কোথাও মেশিনে কারিগরি ত্রুটি থাকতে পারে। তবে মেশিন নেই–এ কথা ঠিক নয়।’
তিনি বলেন, ‘আমরা জেলা প্রশাসকদের বলেছি, জেলায় স্বাস্থ্যসেবা নিয়ে যেসব মিটিং হয়, সেগুলো তদারকি করতে। একই সঙ্গে বেসরকারি হাসপাতালগুলোতেও ভিজিট করতে অনুরোধ করেছি। বেসরকারি হাসপাতালে যেন রোগীদের অকারণে বেশি টেস্ট কিংবা গর্ভবতী নারীদের অযথা সিজার না করা হয়, সেদিকেও নজর রাখতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে।’
মন্ত্রী বলেন, ‘বর্তমানে অসংক্রামক বিভিন্ন রোগের পরিমাণ বাড়ছে। আমরা জেলা প্রশাসকদের বলেছি, এটি প্রতিরোধে ভূমিকা রাখতে হবে। যেখানে-সেখানে যেন ময়লা ফেলা না হয়, সে বিষয়ে বিশেষ নজরদারির জন্য বলা হয়েছে। একই সঙ্গে পানি, বায়ু ও শব্দদূষণ প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করার অনুরোধ জানিয়েছি।’
এ সময় জেলা প্রশাসকরা স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রশিক্ষিত নার্স নিয়োগের কথা বলেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে উদ্যোগ নেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
]]>