বিনোদন

স্লোগানে স্লোগানে মুখর সমাবেশস্থল

<![CDATA[

ফরিদপুরে বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে দলে দলে আসছেন নেতাকর্মীরা। ফরিদপুর শহর থেকে ছয় কিলোমিটার দূরে কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউশন মাঠে অনুষ্ঠিত হচ্ছে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। শনিবার (১২ নভেম্বর) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিছিলে-স্লোগানে মুখর হয়ে উঠে সমাবেশের মাঠ।

পরিবহন ধর্মঘটের কারণে দুদিন আগে থেকেই পার্শ্ববর্তী পাঁচ জেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন। গতকাল শুক্রবার সেই মাঠেই জুমার নামাজ আদায় করেছেন কয়েক হাজার নেতাকর্মী। পরিবহন ধর্মঘটের কারণে যারা আগেভাগেই চলে এসেছেন তারা চিড়া-মুড়ি নিয়ে এসে সমাবেশের মাঠেই ঘুমিয়েছেন, যা বিএনপির আগের গণসমাবেশগুলোতেও দেখা গেছে।
 

শনিবার সকালে কোমরপুর সমাবেশস্থলে গিয়ে দেখা যায় বিভিন্ন এলাকা থেকে ছোট-বড় মিছিল নিয়ে নেতাকর্মীরা আসছেন। হাতে আছে দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন। স্লোগানে স্লোগানে মুখর গোটা এলাকা। নানা রঙের টুপি, টি-শার্ট গায়ে কর্মী-সমর্থকরা সেখানে এসেছেন। 

এদিকে মঞ্চ প্রস্তুতির কাজ শেষ হয়ে চেয়ারও বসানো হয়েছে। প্রথম সারির মাঝে দুটি বড় চেয়ার ফাঁকা রাখা হয়েছে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সম্মানে। প্রথম সারিতে রাখা হয় ১৯টি চেয়ার। মাঠের মধ্যে বাঁশের খুঁটিতে লাগানো হয়েছে ২০টি মাইক।

আরও পড়ুন: পরিবহন ধর্মঘটে অচল ফরিদপুর

ফরিদপুর বিএনপির বিভাগীয় গণসমাবেশের সমন্বয়কারী ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, ফরিদপুরে সব বাস চলাচল বন্ধ। এত কিছু উপেক্ষা করেই আমরা আমাদের সমাবেশ সফল করব। তিন দিন আগে থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে আসছেন। কোনো প্রতিবন্ধকতা নেতাকর্মীদের আটকে রাখতে পারেনি।

উল্লেখ্য, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও দলের নেতাকর্মী নিহতের প্রতিবাদসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর ও বরিশালের পর শনিবার (১২ নভেম্বর) ফরিদপুরে গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি। এটি বিএনপির ষষ্ঠ বিভাগীয় গণসমাবেশ। এই সমাবেশকে ঘিরে ৩৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডাকায় ইতোমধ্যে বিভিন্ন উপায়ে সমাবেশস্থল ফরিদপুর কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউশন মাঠে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। শনিবার দুপুরে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমলমীর। 

এদিকে গতকাল সন্ধ্যায় ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশস্থলে এসেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা। মহাসচিবের সঙ্গে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গণসমাবেশের প্রধান সমন্বয়কারী বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির দুই সহসাংগঠনিক সম্পাদক মাশুকুর রহমান, মো. সেলিমুজ্জামান প্রমুখ।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!